ভাঙচুরে বিপুল ক্ষতি রেলের 

রেলের খড়্গপুর ডিভিশনের এক সূত্রে খবর, শুক্রবার এবং শনিবারের  বিক্ষোভে খড়্গপুর ডিভিশনে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৭৭ লক্ষ ৩৩ হাজার ৭৭৯ টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ০১:৫০
Share:

ছবি পিটিআই।

বিক্ষোভের গুনাগার অন্তত ১৬ কোটি। প্রাথমিকভাবে অন্তত এটিই ক্ষয়ক্ষতির হিসেব। নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে দক্ষিণ- পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের কয়েকটি স্টেশনে ও ট্রেনে ভাঙচুর হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের পরামর্শদাতা কমিটির সদস্য সঞ্জয় হাজরা জানান, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, প্রায় ১৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রেলের পদস্থ আধিকারিকেরা ক্ষতিগ্রস্ত স্টেশনগুলি পরিদর্শন করেছেন।

Advertisement

রেলের খড়্গপুর ডিভিশনের এক সূত্রে খবর, শুক্রবার এবং শনিবারের বিক্ষোভে খড়্গপুর ডিভিশনে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৭৭ লক্ষ ৩৩ হাজার ৭৭৯ টাকা। ওই ডিভিশনের ৬টি স্টেশনে মূলত বিক্ষোভের আঁচ পড়েছে। সেগুলি হল সাঁকরাইল, উলুবেড়িয়া, চেঙ্গাইল, নলপুর, ফুলেশ্বর এবং বাউরিয়া। এরমধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাঁকরাইল স্টেশন। সেখানে ক্ষতির পরিমাণ ৬৭,১৬,৫০০ টাকা। খড়্গপুর ডিভিশনের ওই স্টেশনগুলির সংলগ্ন লেভেল ক্রসিংয়ের ক্ষেত্রে ৩,৭২,২০,০০০ টাকার ক্ষতি হয়েছে। অন্যান্য ক্ষেত্রে ৯,৯২,৩১,৫৭৪ টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে ২৪,৩৭,২৩০ টাকা যাত্রীদের ফেরানো হয়েছে। এছাড়া হামসফর এক্সপ্রেস, মুম্বই মেল, কান্ডারি এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেসের মতো ট্রেনের কিছু রেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে জানিয়ে দক্ষিণ- পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের এক আধিকারিক বলেন, ‘‘ক্ষয়ক্ষতির এই হিসেব প্রাথমিক। ক্ষতির পরিমাণ বাড়তে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement