বিজেপি-র ভোট বৃদ্ধি, রিপোর্ট তলব

এ দিন বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সবং ব্লক সভাপতি প্রভাত মাইতি, জেলা কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি, তৃণমূল নেতা বিকাশ ভুঁইয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পণ্ডা প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ০০:১৩
Share:

প্রতীকী ছবি।

সবংয়ের উপ-নির্বাচন ৬৪ হাজার ১৯২ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী গীতারানি ভুঁইয়া। দলীয় প্রার্থীর জয়ে আগামী রবিবার সবংয় হাইস্কুলের ময়দানে উৎসবের আয়োজন করেছে শাসকদল। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই উৎসবের প্রস্তুতি নিয়ে বুধবার বৈঠক হল সবং হাইস্কুলে। উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন অঞ্চলের সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানেরা। সবংয়ে বিজেপি-র ভোট বৃদ্ধি নিয়েও আলোচনা হয় এ দিন।

Advertisement

সবংয়ে দেভোগ, সবং অঞ্চলের কয়েকটি বুথে গত বিধানসভার তুলনায় বিজেপির ভোট বেড়েছে। কয়েকটি বুথে বিজেপি-র ভোটপ্রাপ্তি চমকে দেওয়ার মতো। দলের এক সূত্রে খবর, সবংয়ের যে সব এলাকায় বিজেপি-র ভোট বেড়েছে, সেখানকার তৃণমূল নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে দলের অন্দরে। গেরুয়া শিবিরের প্রভাব কী ভাবে বাড়ল চা নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতিদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।

এ দিন বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সবং ব্লক সভাপতি প্রভাত মাইতি, জেলা কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি, তৃণমূল নেতা বিকাশ ভুঁইয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পণ্ডা প্রমুখ।

Advertisement

প্রভাতবাবু বলেন, “সবং উপ-নির্বাচনে দলের জয়ের পরে বিজয় উৎসব পালন করা হলে। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে সভায় আলোচনা হয়েছে।’’ একইসঙ্গে তাঁর সংযোজন, ‘‘বৈঠকে বিভিন্ন অঞ্চলে বিজেপি-র ভোট বৃদ্ধির কারণ নিয়ে অঞ্চল সভাপতিদের রিপোর্ট দিতে বলেছি। ওই রিপোর্ট রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে পাঠাব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement