রেল অবরোধের জন্য চলছে প্রচার। নিজস্ব চিত্র
লকডাউন পর্বের সময় থেকে লোকাল ট্রেন বন্ধ। অবিলম্বে সেই ট্রেন চালু করার দাবিতে আন্দোলনে নামছে ব্যবসায়ী সংগঠন। সোমবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় রেল অবরোধের ডাক দিয়েছে ব্যবসায়ী সংগঠন। রবিবার সকাল থেকে বেলদা এলাকায় প্রচার শুরু করেছে। এলাকার ব্যবসায়ীরা জানান, দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে হাওড়া পর্যন্ত যাওয়ার লোকাল ট্রেন। বেলদা একটি গুরুত্বপূর্ণ জনপদ। ট্রেন না থাকায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাঁদের। ট্রেন চলাচল শুরু করার জন্য রেলের কাছে আবেদন করলেও কিছু হয়নি। তাই এ বার রেল অবরোধ করার ডাক দেওয়া হয়েছে।
বেলদা থেকে হাওড়া পর্যন্ত লোকাল ট্রেন চালু করা-সহ অন্য দাবিতে সোমবার, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে রেল অবরোধের ডাক দিয়েছে সাউথ বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। চল্লিশটির বেশি সংগঠন এই রেল অবরোধে সামিল হবে। বেলদা থেকে হাওড়া পর্যন্ত লোকাল ট্রেন অবিলম্বে চালু করা, হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বেলদা স্টেশন দেওয়া, উত্তর ও দক্ষিণগামী আরও কিছু এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বেলদাতে দেওয়ার দাবিতে এই অবরোধ করা হবে বলে জানিয়েছে সংগঠন।
আরও পড়ুন: ১৩০ আসন চায় কংগ্রেস, রাজি নয় বাম, পারদ চড়ল জোটের বৈঠকে
আরও পড়ুন: রাজ্যে কর্মসংস্থান বেড়েছে বলে কেন্দ্রকে তোপ ডেরেকের