প্রতীকী ছবি
দুই পরিযায়ী শ্রমিক এবং দিল্লি ফেরত এক মহিলার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলল।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, পটাশপুর-১ ব্লকের চিস্তিপুর গ্রাম পঞ্চায়েতে বছর চব্বিশের এক যুবক কর্মসূত্রে মহারাষ্ট্রে ছিলেন। গত সপ্তাহে বাড়ি ফিরে গ্রামে স্কুলে আইসোলেশনে ছিলেন। লালারসের নমুনা সংগ্রহের পর বুধবার রাতে তাঁর করোনা পজ়িটিভ রিপোর্ট আসে। এগরা-১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের মহারাষ্ট্র ফেরত এক যুবকেরও বুধবার রাতে করোনা পজ়িটিভ রিপোর্ট এসেছে। দু'জনকে বৃহস্পতিবার সকালে বড়মা হাসপাতালে ভর্তি করেছে স্বাস্থ্য দফতর। আক্রান্ত যুবকদের সংস্পর্শ আসা পরিবারের লোকেদের গৃহ নিভৃতাবাসে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
কাঁথি শহর এলাকাতেও এক করোনা আক্রান্ত মহিলারর হদিস মিলেছে। গত ৩ জুন ওই মহিলা দিল্লি থেকে বাড়ি ফিরেছিলেন। অভিযোগ, তিনি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। বিষয়টি জানার পর ৬ জুন তাকে কাঁথি মহকুমা হাসপাতালে ডেকে পাঠানো হয়। ওই মহিলার শরীরের লালারসের নমুনা পরীক্ষা করতে পাঠায় স্বাস্থ্য দফতর। বুধবার রাতে জানা যায় তিনিও করোনা আক্রান্ত। ওই মহিলাকে বড়মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়।
এ দিকে, বড়মায় এখন ... জন আক্রান্ত চিকিৎসাধীন। ওই হাসপাতালে ১০০টি শয্যা নিয়ে করোনা চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু হয়েছিল। হাসপাতাল সূত্রের খবর, আক্রান্তদের সংখ্যা বাড়ছে দেখে ৫০টি নতুন শয্যার ব্যবস্থা করেছেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগেও তিনি ৩০টি শয্যা পাঠিয়েছিলেন। সেগুলি তৈরি রাখা হয়েছে। প্রয়োজন হলেই ব্যবহার করা হবে।