দোষী লক্ষ্মীকান্ত কিস্কু। নিজস্ব চিত্র।
স্ত্রীকে খুনের ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। সোমবার এই রায় দিয়েছেন মেদিনীপুর জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক নীলাঞ্জন দে। ১৩ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর এই রায় দিয়েছেন বিচারক।
২০১৬ সালের ৪ জুলাই ডেবরার রুস্তমপুর গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত কিস্কু পিটিয়ে মারে স্ত্রী আরতিকে। ২৫ বছর আগে বিয়ে হয়েছিল তাঁদের। পারবারিক বিবাদের জেরেই সে দিন আরতিকে পিটিয়ে মেরেছিল লক্ষ্মীকান্ত। তার পর আরতির মামা সুখচাঁদ হেমব্রম ডেবরা থানায় অভিযোগ জানিয়েছিলেন। লাঠি দিয়ে তাঁর ভাগ্নিকে পিটিয়ে মারা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ আরতির দেহের পাশাপাশি লাঠিটিও উদ্ধার করেছিল। লক্ষ্মীকান্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮(এ)এবং ৩০২ ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। সেই মামলারই রায় ঘোষণা হল সোমবার।
সরকার পক্ষের আইনজীবী গৌতম মল্লিক বলেছেন, ‘‘এই ঘটনায় মোট ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল।’’ লক্ষ্মীকান্তর ছেলে এবং বৌমাও সাক্ষী দিয়েছেন এই মামলায়। ওই আইনজীবী জানিয়েছেন, গত শুক্রবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। সোমবার দুপুরে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।