Hiran Chatterjee

Hiran Chatterjee: খড়্গপুরের উন্নয়নের  টাকা মাটির তলায়  লুকিয়েছেন প্রদীপ, কটাক্ষ হিরণের

বিগত সাত বছরে খ়ড়্গপুরে কোনও উন্নয়ন হয়নি বলেই দাবি করলেন হিরণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ২৩:৩৫
Share:

খড়্গপুরে একটি কর্মসূচিতে বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীর কর্মসূচিতে গিয়ে খড়্গপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা খড়্গপুর পুরসভার প্রশাসক প্রদীপ সরকারকে কটাক্ষ করলেন খড়্গপুরের বর্তমান বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। তিনি বললেন, ‘‘খড়্গপুরের উন্নয়নের জন্য আসা সব টাকা আত্মসাৎ করেছেন প্রদীপ। মাটির তলায় লুকোনো আসে সেই টাকা। মাটি খুঁড়ে ওই টাকা উদ্ধার করব।’’

Advertisement

বিগত সাত বছরে খ়ড়্গপুরে কোনও উন্নয়ন হয়নি দাবি করে হিরণ বলেন, ‘‘খড়্গপুর আজ শ্মশানে পরিণত হয়েছে। হাসপাতালে রোগী গেলে তিনি আর বেঁচে ফেরেন না। সাত বছর আগে খড়্গপুরের মানুষ খুব ভুল করেছেন।’’
প্রাক্তন বিধায়ককে ব্যক্তিগত আক্রমণ করে তিনি আরও বলেন, ‘‘উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী টাকা পাঠিয়েছেন। সেই টাকা মুখ্যমন্ত্রীও দিয়েছেন পুরসভাকে। কিন্তু উনি সব টাকা আত্মসাৎ করেছেন। ওই টাকা দিয়ে নিজের বাড়ি বানিয়েছেন। সব টাকা উদ্ধার করব।’’

পাল্টা কটাক্ষ ছুড়ে প্রদীপ বলেন, ‘‘ওঁর কথার কী গুরুত্ব আছে! উন্নয়ন হয়েছে কি হয়নি, তা মানুষ জানেন। উনি আগে ঠিক করুন, উনি কোন দলে আছেন। দিলীপ ঘোষের সঙ্গে ইগোর ল়ড়াই তো সবাই দেখতে পাচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement