Ghatal

সড়ক সারাতে কেন্দ্রের টাকা

পূর্ত দফতরের এক পদস্থ আধিকারিক বলেন, “ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সংস্কারের জন্য ১৬৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এ বার খুব দ্রুত ঘাটালের ওই রাস্তার কাজ শুরু হবে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ০১:২১
Share:

শ্রী ফেরার অপেক্ষায় ঘাটাল-পাঁশকুড়া সড়ক। ছবি: কৌশিক সাঁতরা

গত দু’বছরে রাস্তা সারানোর দাবিতে অবরোধ-বিক্ষোভ হয়েছে বহুবার। রাস্তার বেহাল ছবি সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে। অবশেষে সেই ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সংস্কারের জন্য টাকা বরাদ্দ হল। পথশ্রী প্রকল্পে রাজ্য জুড়ে রাস্তা মেরামত শুরু হয়েছে। তবে এই সড়ক সংস্কারের জন্য টাকা চেয়েছিল রাজ্য সরকার। কেন্দ্রীয় প্রকল্পে তা মঞ্জুর করা হয়েছে।

Advertisement

পূর্ত দফতরের এক পদস্থ আধিকারিক বলেন, “ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সংস্কারের জন্য ১৬৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এ বার খুব দ্রুত ঘাটালের ওই রাস্তার কাজ শুরু হবে।”

ঘাটাল-পাঁশকুড়া রাস্তার অবস্থা বছর কয়েক ধরে খুবই খারাপ। ওই রাস্তার ঘাটাল থেকে মেছোগ্রাম পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার অংশ জুড়ে বড় বড় গর্ত হয়েছে। কোথাও কোথাও সেই গর্তগুলিতে জমে রয়েছে জল। সংস্কার না হওয়ায় খারাপ রাস্তা দিয়েই চলে ঝুঁকির যাতায়াত। প্রতিদিন দশ-বারো হাজার গাড়ি ওই রাস্তা উজিয়েই যাতায়াত করে।

Advertisement

পূর্ত দফতর সূত্রে খবর, গুরুত্বপূর্ণ ওই রাস্তা সংস্কারে রাজ্য সরকার উদ্যোগী হয়েছিল। দিন কয়েক আগে ঘাটালের সাংসদ দেবও রাস্তাটির সংস্কার নিয়ে তৎপর হয়েছিলেন। পূর্ত মন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন দেব। মাস কয়েক আগে পূর্ত দফতর থেকে ওই রাস্তার সংস্কারের জন্য একটি ডিপিআর (ডিটেইল প্রজেক্ট রিপোর্ট) তৈরি করা হয়। সেখানে খরচ ধরা হয়েছিল ১৬৬ কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড থেকে সেই টাকা চেয়ে দরবার করা হয়। ১ অক্টোবর কেন্দ্রীয় পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের তরফে রাজ্যের আরও কয়েকটি রাস্তার সঙ্গে ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সংস্কারের টাকা বরাদ্দ করে। সমাজমাধ্যমে বিষয়টি জানিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দেব।

পূর্ত দফতরের এক সূত্রের খবর, নতুন ভাবে সম্প্রসারণ হলে এই রাস্তাটি ৩৩ ফুট চওড়া ও দু’ফুট উঁচু হয়ে যাবে। এই সেটি ২১ ফুট চওড়া আছে। যানজট এড়াতে কুশপাতা থেকে ময়রাপুকুর পর্যন্ত রাস্তার দু’পাশে আলাদা সার্ভিস রোড হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement