নারদ ভুলে ভোটে লড়ুন: শুভেন্দু

নারদ কাণ্ডে সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে। রাজ্য রাজনীতিতে এই নিয়ে তোলপাড় পড়লেও মানুষ যে তাদের পাশেই আছেন তা বোঝাতে ‘লিটমাস টেস্ট’ দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। বৃহস্পতিবার তমলুকে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভায় এমনই বার্তা নেতৃত্বের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক ও কাঁথি শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০১:৩৩
Share:

নারদ কাণ্ডে সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে। রাজ্য রাজনীতিতে এই নিয়ে তোলপাড় পড়লেও মানুষ যে তাদের পাশেই আছেন তা বোঝাতে ‘লিটমাস টেস্ট’ দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। বৃহস্পতিবার তমলুকে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভায় এমনই বার্তা নেতৃত্বের।

Advertisement

সভায় নন্দীগ্রামের বিধায়ক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘দক্ষিণ কাঁথি বিধানসভা উপ-নির্বাচনে আমরা জিতব এটা নিশ্চিত। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যবধান আরও বাড়াতে হবে।’’ তাঁর কথায়, ‘‘গত বার বিধানসভা ভোটে ওই কেন্দ্র থেকে দিব্যেন্দু অধিকারী ৩৪ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন। উপ-নির্বাচনে তাঁর চেয়ে বেশি ব্যবধানে যদি জিততে পারি তাহলে বার্তা যাবে, যতই অপপ্রচার হোক না কেন, মানুষ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে।’’

দলের কর্মীদের অভয় দিয়ে শুভেন্দুবাবু বার্তা, ‘‘বাংলার মানুষ জানেন যে অভিযোগগুলো উঠেছে তা ভিত্তিহীন। কারণ রাজ্যের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। আইনের পথে লড়াই করে প্রমাণও করে দেব, যে আমরা সঠিক পথে রয়েছি। আপনারা মাথা উঁচু করে মানুষের কাছে যান।’’ তমলুক শহর সংলগ্ন একটি বেসরকারি অতিথিশালায় আয়োজিত সভায় শুভেন্দুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী, জেলা সভাপতি শিশির অধিকারী-সহ দলের বিধায়করা। সুব্রতবাবুও বলেন, ‘‘মানুষের সমর্থনেই ধাপে ধাপে শক্তি বৃদ্ধি হয়ে তৃণমূল সর্বভারতীয় রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়েছে। তৃণমূলের শক্তি বৃদ্ধির কারণেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে কুৎসা করা হচ্ছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছেন। আসন্ন নির্বাচনেও তা প্রমাণ হবে।’’

Advertisement

দলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা শোনা যায় সুব্রতবাবুর মুখে। তিনি বলেন, ‘‘দলে কারও প্রতি মান-অভিমান থাকতেই পারে। কিন্তু আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন । মানুষের কাছে যান। নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুণ জয় হবেই।’’

এ দিন কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের জনমঙ্গল সমিতির হলে কাঁথি বিধানসভা এলাকার ত্রি-স্তর পঞ্চায়েতের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত একটি কর্মিসভাতেও উপস্থিত ছিলেন সুব্রতবাবু, শুভেন্দুবাবু, শিশিরবাবু ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথি কেন্দ্রের তৃণমুল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য ও কাঁথির পুরপ্রধান সৌমে্দু অধিকারী। কাঁথির কর্মিসভাতেও সুব্রতবাবু বলেন, ‘‘পাওয়া, না পাওয়া, ক্ষোভ, অভিমান, ভুল বোঝাবুঝি ভুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এখানে জিততে হবে।’’ নারদ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। মন্ত্রী শুভেন্দুবাবু বলেন, ‘‘নারদ কাণ্ড নিয়ে আপনারা ভাববেন না। ভোটারদের কাছে গিয়ে ‘উন্নয়ন’ আর ‘বিকাশ’-এর স্লোগানকে সামনে রেখে আবেদন করুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement