বাঘ খুনের তদন্তে এলেন কর্তা

মেদিনীপুর পৌঁছে তিনি রাজ্য এবং জেলার বনকর্তাদের নিয়ে এক বৈঠকও করেন। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য বনপাল (পশ্চিমাঞ্চল) শক্তিশঙ্কর দে। আজ, শুক্রবার ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে তদন্তে আসা ওই কর্তার। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ০২:২৩
Share:

বাগঘোরার জঙ্গলে খুন হওয়া সেই বাঘ। —ফাইল চিত্র

প্রায় দেড় বছর পরে বাঘ খুনের তদন্তে মেদিনীপুরে এলেন ‘ন্যাশনাল টাইগার কনসারভেটিভ অথরিটি’- এর এক পদস্থ কর্তা। তাঁর নাম ডব্লিউ লাংভা। বন দফতরের এক সূত্রে খবর, লাংভা ওই অথরিটির ইস্টার্ন রিজিয়নের আইজি। বৃহস্পতিবার তিনি মেদিনীপুরে পৌঁছন।

Advertisement

মেদিনীপুর পৌঁছে তিনি রাজ্য এবং জেলার বনকর্তাদের নিয়ে এক বৈঠকও করেন। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য বনপাল (পশ্চিমাঞ্চল) শক্তিশঙ্কর দে। আজ, শুক্রবার ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে তদন্তে আসা ওই কর্তার।

প্রায় দেড় বছর আগে পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ার বাগঘোরার জঙ্গলে ‘খুন’ হয়েছিল এক রয়্যাল বেঙ্গল। একদল শিকারির ছোড়া বল্লমে মাটিতে লুটিয়ে পড়েছিল পথ ভুলে মেদিনীপুরে আসা ডোরাকাটা। দিনটা ছিল ২০১৮ সালের ১৩ এপ্রিল। সে দিন আদিবাসীদের ‘শিকার উৎসব’ ছিল বাগঘোরার জঙ্গলে।

Advertisement

ডোরাকাটা ‘খুনের’ সেই খবরে আলোড়ন পড়ছিল। বন দফতর ইতিমধ্যে তদন্ত করেছে। জেলার এক বনকর্তার জবাব, ‘‘তদন্ত রিপোর্ট যেখানে পাঠানোর সেখানে পাঠানো হয়েছে।’’ এক সূত্রের দাবি, ওই তদন্তে না কি সন্তুষ্ট হতে পারেনি অথরিটি। তাই অথরিটির কর্তা সরেজমিনে তদন্ত করতে এসেছেন। বন দফতর অবশ্য তা মানতে নারাজ। এক বনকর্তার দাবি, এমন ঘটনার ক্ষেত্রে অথরিটি সরেজমিন তদন্ত করে থাকে। জেলার এক বনকর্তা আরও বলেন, ‘‘এই সময়ের মধ্যে জঙ্গলমহলে বন্যপ্রাণ সচেতনতা অনেক বেড়েছে। নানা কর্মসূচি হয়েছে।’’ নিজস্ব সংবাদদাতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement