—প্রতীকী ছবি।
নদীতে ফেলা জালে মদের বোতল উঠে এসেছিল। সেই বোতলের মদ খেয়ে অসুস্থ হলেন পাঁচ বন্ধু। কিছু ক্ষণের মধ্যেই শুরু হয় তীব্র শ্বাসকষ্ট আর শারীরিক অস্বস্তি। ছটফট করতে থাকেন তাঁরা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ভর্তি করানো হয় হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চার সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করে শুরু হয় চিকিৎসা। কয়েক ঘণ্টার টানা চেষ্টায় পাঁচজনকে স্থিতিশীল করা গেলেও এক জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মদ থেকে বিষক্রিয়াতেই অসুস্থ হন পাঁচ জন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম ১ ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতে এলাকা দিয়ে বয়ে গিয়েছে হলদি নদী। রোজকার মতোই বৃহস্পতিবার হলদিতে জাল ফেলেন তপন দাস নামে এক যুবক। মাছের বদলে তাঁর জালে ওঠে একটি বড় মদের বোতল। ঘরে ফিরে আরও চার বন্ধুকে সঙ্গে নিয়ে সেই মদ খেতেই বিপত্তি। অসুস্থ হয়ে পড়েন তাঁরা। তাঁদের সঙ্কটজনক অবস্থায় ভর্তি করানো হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। অসুস্থ যুবক তপন বলেন, ‘‘মদ খাওয়ার সঙ্গে সঙ্গেই গলা, বুক জ্বলতে শুরু করে। তার পরেই শ্বাসকষ্ট। আর কিচ্ছু মনে নেই।’’
নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার পবিত্র হালদার বলেন, ‘‘অতি সঙ্কটজনক অবস্থায় পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। পাঁচ জনের জীবন বাঁচাতে দ্রুততার সঙ্গে মেডিক্যাল বোর্ড তৈরি করে চিকিৎসা শুরু হয়। চার জন স্থিতিশীল হলেও একজন এখনও সঙ্কটজনক। মদের বিষক্রিয়া থেকেই এই বিপত্তি।’’