হিমঘরে আগুন। নিজস্ব চিত্র।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় একটি হিমঘরে রবিবার সকালে আগুন লাগে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছয় দমকল। কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
রবিবার সকালে গড়বেতার আমলাগোড়া এলাকার একটি হিমঘর থেকে ধোঁয়া বেরতে দেখেন সেখানকার কর্মীরা। তাঁরা হিমঘর কর্তৃপক্ষকে আগুনের কথা জানান। খবর যায় দমকল ও গড়বেতা থানায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে দমকল কর্মীরা পৌঁছে যান।
আগুন নিভে গেলেও এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কী কারণে আগুন লেগেছে খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকল কর্মীদের প্রাথমিক ধারণা।