রিফাইনারিতে আগুন, প্রশ্নে নিরাপত্তা

শুক্রবার রাত পৌনে ৯টা নাগাদ হলদিয়া রিফাইনারির ১ নম্বর দরজার কাছে আচমকা আগুন লক্ষ্য করা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ৩০ জুন ২০১৯ ০০:০১
Share:

গভীর রাতে বড়সড় আগুন লাগল হলদিয়া রিফাইনারিতে। অগ্নি নির্বাপণ ব্যবস্থা তৎপর থাকায় কয়েক মিনিটের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। শুক্রবার রাতের ওই ঘটনায় কেউ হতাহত না হলেও, রিফাইনারির মতো সুরক্ষিত বলয়ে থাকা কারখানার ভিতর কীভাবে আগুন লাগল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

Advertisement

শুক্রবার রাত পৌনে ৯টা নাগাদ হলদিয়া রিফাইনারির ১ নম্বর দরজার কাছে আচমকা আগুন লক্ষ্য করা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সেটি কারখানার ভিতরে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সংস্থার নিজস্ব দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। মিনিট পনেরো পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহত হননি।

আগুনে বড় অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা কারখানা কর্তৃপক্ষের। সংশ্লিষ্ট সূত্রের খবর, হলদিয়া রিফাইনারিতে সম্প্রতি একটি ‘ডিওয়াইআইপি’ প্রকল্প চালু করা হয়েছিল। সেখানে কারখানা সম্প্রসারণের কাজ চলছিল জোরকদমে। সেই কাজের জন্য বিদ্যুতের একটি নতুন ট্রান্সফর্মা পরীক্ষামূলক অবস্থায় রাখা ছিল। শুক্রবার রাতে সেখানেই প্রথম আগুন লাগে। রিফাইনারির মতো জায়গা যথেষ্ট নিরাপদে থাকে। তা সত্ত্বেও বড় আকারের কীভাবে লাগল, তা খতিয়ে দেখতে একটি কমিটি গড়ে তদন্ত শুরু করেছেন কারখানা কর্তৃপক্ষ।

Advertisement

শনিবার দুপুরে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ‘ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন’ নামে ওই রাষ্ট্রায়ত্ত তেল শোধনকারী সংস্থা জানায়, শুক্রবার রাতে আগুন লেগেছিল। ঘটনার পরেও সংস্থার উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক ছিল।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement