Fire Accident

মেরামতির সময়ে ট্রলারে আগুন, ২ কোটি টাকার ক্ষতি!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২২ ২২:০৭
Share:

মেরামতির কাজ করতে গিয়ে আগুন ছিটকে দুর্ঘটনা ঘটল মাছ ধরার ট্রলারে। মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ ঘটনাটি খেজুরির কালিনগরে বজবজিয়া খাল সংলগ্ন এলাকায়। আগুনে প্রায় পুড়ে ছাই হয়ে যায় দু’টি ট্রলার। স্থানীয় মৎস্যজীবী ও দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দুটি ট্রলার পুরোপুরি নষ্ট হয়ে যায়। প্রাথমিক অনুমান, প্রায় ২ কোটি টাকার সামগ্রী নষ্ট হয়েছে এই অগ্নিকাণ্ডে।

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, “ট্রলারগুলিতে মেরামতির কাজ চলছিল জোর কদমে। তখনই দুর্ঘটনা ঘটে। কিংকর্তব্যবিমূঢ় মৎস্যজীবিরা মেশিন বসিয়ে জল সেঁচে আগুন নেভাতে চেষ্টা চালায়। খবর পেয়ে ছুটে আসে হেড়িয়া ফাঁড়ির পুলিশ। সেই সঙ্গে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

প্রসঙ্গত, দিঘার সমূদ্রে ছোট বড় মিলিয়ে প্রায় আড়াই হাজার ট্রলার মাছ শিকার করে। তবে মাছেদের প্রজননের জন্য প্রতি বছরের মতো এবারও ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই ৬১ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন ট্রলারগুলিতে মেরামতের কাজ সেরে নেওয়া হয়। কালীনগরের বজবজিয়া খালে মেরামতের জন্য রাখা হয় বহু ট্রলার। সেখানেই ঘটনাটি ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement