BJP

বিজেপি করায় প্রহৃত প্রাক্তন সেনাকর্মী

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে বিজেপি কর্মী প্রাক্তন সেনাকর্মী অনন্ত মাইতি ভাইয়ের বাড়ি থেকে ফিরছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ০৫:৫০
Share:

প্রতীকী ছবি।

রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত পটাশপুরে। বাড়ি লক্ষ্য করে বোমাবাজি-সহ প্রাক্তন সেনা কর্মী এক বিজেপি কর্মীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রাক্তন ওই সেনাকর্মী এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে বিজেপি কর্মী প্রাক্তন সেনাকর্মী অনন্ত মাইতি ভাইয়ের বাড়ি থেকে ফিরছিলেন। অভিযোগ স্থানীয় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁর পথ আটকায়। কেন তিনি বিজেপি করেন এই অপরাধে তাঁকে রাস্তায় ফেলে লোহার রড, বাটাম, প্লাস্টিকের পাইপ দিয়ে প্রচণ্ড মারধর করা হয়। স্থানীয় বিজেপি কর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে পটাশপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনন্ত বলেন, ‘‘ভাইয়ের বাড়ি থেকে ফিরছিলাম। রাস্তায় স্থানীয় কিছু তৃণমূলের দুষ্কৃতী বিজেপি করার অপরাধে মারধর করে। অবিলম্বে পুলিশকে দুষ্কৃতীদের ধরতে হবে।’’

পটাশপুর-১ ব্লক তৃণমূল সভাপতি তাপস মাজির দাবি, ‘‘গত কয়েক মাস ধরে বিজেপির নেতৃত্বে নিরীহ গ্রামবাসীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এদিন পাল্টা জনরোষের শিকার ওই বিজেপি কর্মী। তৃণমূল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।’’

Advertisement

এসডিপিও (এগরা) মহম্মদ বৈদুজ্জামান বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement