তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবস পালন

তাম্রলিপ্ত জাতীয় সরকারের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হল তমলুকে। শনিবার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়, সুশীল ধাড়াদের স্মৃতি বিজড়িত নিমতৌড়ি প্রাথমিক বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি সাধনের অঙ্গীকার ছিল, আমরা সেই কাজ করেছি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬ ০২:২০
Share:

তাম্রলিপ্ত জাতীয় সরকারের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হল তমলুকে। শনিবার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়, সুশীল ধাড়াদের স্মৃতি বিজড়িত নিমতৌড়ি প্রাথমিক বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি সাধনের অঙ্গীকার ছিল, আমরা সেই কাজ করেছি। নিমতৌড়ি থেকে নারিকেলদা বিদ্যালয়ে যাওয়ার রাস্তা ও খালের উপর কাঠের সেতুর স্থানে পাকা সেতু নির্মাণের কথা দিয়েছিলাম। হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে রাস্তা পাকা করা হয়েছে। নারিকেলদা বিদ্যালয়ের উন্নয়ন হয়েছে।’’

Advertisement

অনুষ্ঠানে তাম্রলিপ্ত জাতীয় সরকারের অন্যতম পুরোধা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয়কুমার মুখোপাধ্যায়কে নিয়ে লেখা ‘অনন্য দেশসেবক অজয়কুমার মুখোপাধ্যায়’ ও সদ্য প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রাধাকৃষ্ণ বাড়ীর লেখা স্বাধীনতা সংগ্রামের কাহিনী নিয়ে ‘ফিরে দেখা’ গ্রন্থের উদ্বোধন করা হয়। তাম্রলিপ্ত জাতীয় সরকারের কাহিনী নিয়ে অরূপকুমার ভৌমিকের লেখা পুস্তিকা ‘রণে বরণে তাম্রলিপ্ত জাতীয় সরকার- ৭৫’ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত ও রণজিৎ বয়ালকে সংবর্ধনা জানানো হয়। এ দিন তমলুকে জেলা কংগ্রেস অফিস প্রাঙ্গণ ও হ্যামিল্টন স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগেও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement