হাতির হামলায় মৃত্যু বৃদ্ধের

হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম খগেন্দ্রনাথ মাহাতো (৬০)। চাঁদড়া রেঞ্জের গোলকচক গ্রামের খগেন্দ্রনাথবাবু মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ধান জমিতে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় পাশের ঝোপ থেকে একটি দাঁতাল বেরিয়ে তাঁকে পিষে মারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ০০:০৮
Share:

হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম খগেন্দ্রনাথ মাহাতো (৬০)। চাঁদড়া রেঞ্জের গোলকচক গ্রামের খগেন্দ্রনাথবাবু মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ধান জমিতে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় পাশের ঝোপ থেকে একটি দাঁতাল বেরিয়ে তাঁকে পিষে মারে। সম্প্রতি ওই এলাকায় দাঁতালের আক্রমণে এক মহিলাকেও মৃত্যু হয়। ওই দাঁতালটি মানুষ দেখলেই মারার জন্য তেড়ে যাচ্ছে বলে স্থানীয় মানুষ বন দফতরের কাছে অভিযোগও করেন। দাঁতালটিকে মেরে ফেলার জন্য সরকারের কাছে অনুমতিও চেয়েছে বন দফতর। মেদিনীপুর বন বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, “তদন্তের পরেই বোঝা যাবে, ক্ষিপ্ত হয়ে থাকা দাঁতালটিই মেরেছে কি না। তারপর ওই দাঁতালটি মারার জন্য উদ্যোগ নেওয়া হবে।”

Advertisement

অন্য দিকে, চাঁদড়া ও মৌপালে দাপিয়ে বেড়ানো হাতির দলটিকে মঙ্গলবারই ধেরুয়াতে পাঠাতে পেরেছিল বন দফতর। রাতে অভিযানের সময় অবশ্য হাতির দল ফের দু’টি ভাগে ভাগ হয়ে গিয়েছে। বন দফতর জানিয়েছে, প্রায় ২৫টি হাতির একটি দল লালগড় লাগোয়া কামরাঙ্গী ও পিড়রাকুলি এলাকায় রয়েছে। প্রায় ৬০টি হাতির অন্য দলটি রয়েছে লালগড় রেঞ্জের আসনাশুলির জঙ্গলে। সব হাতিকেই লালগড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বন দফতর। তারপর হাতির দলকে নিয়ে যাওয়া হবে ঝাড়খণ্ড সীমানায়। এ বার রাতের পাশাপাশি দিনেও অভিযান চালু রাখায় হাতির দলকে অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলেই বন দফতরের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement