Molestation

নাবালিকাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত প্রৌঢ়ের বাড়ি ভাঙচুর পিংলায়

ওই নাবালিকার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ২১:১১
Share:

—নিজস্ব চিত্র।

এক নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে শনিবার রাস্তা অবরোধ হল পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকায়। ওই প্রৌঢ়ের বাড়িতেও ভাঙচুর চালাল স্থানীয় ক্ষুব্ধ জনতা। অভিযুক্ত প্রৌঢ় যদিও ঘটনার পর থেকে পলাতক।

Advertisement

ওই নাবালিকার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রৌঢ়কে গ্রেফতারের দাবিতে ঘণ্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশের সঙ্গে আলোচনায় বসেন নির্যাতিতা পরিবারের লোকজন। ঘটনায় পুলিশ অভিযুক্তের ছেলেকে আটক করেছে।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যার পরে পিংলা থানা এলাকার ৮ বছরের এক নাবালিকা গবাদিপশুর খাবার আনতে স্থানীয় দোকানে গিয়েছিল। সেই সময় প্রলোভন দেখিয়ে রামপদ দণ্ডপাট নামে ওই পশুখাবারের ব্যবসায়ী তার উপর শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পলাতক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement