DYFI Meeting

আনাজ দামি, বাম পাতে তাই বিরিয়ানি!

যুব সিপিএমের জেলা নেতৃত্বের একাংশের ব্যাখ্যা, বাজারে আনাজ দুর্মূল্য। তুলনায় বিরিয়ানিই সস্তা।

Advertisement

বরুণ দে

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৪ ০৮:৩০
Share:

—প্রতীকী চিত্র।

সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির বৈঠক হয়েছে বুধবার। বৈঠক শেষে ওই দিন দুপুরে খাওয়াদাওয়ার বন্দোবস্ত ছিল। কমিটির সকলেই খাওয়ানো হয়েছে চিকেন বিরিয়ানি। মাছ-ভাত ছেড়ে বিরিয়ানি কেন? যুব সিপিএমের জেলা নেতৃত্বের একাংশের ব্যাখ্যা, বাজারে আনাজ দুর্মূল্য। তুলনায় বিরিয়ানিই সস্তা।

Advertisement

ডিওয়াইএফের সম্মেলনপর্ব শুরু হবে। এই আবহে যুব সিপিএমের জেলা কমিটির ওই বৈঠক। বৈঠকে ছিলেন ডিওয়াইএফের জেলা সম্পাদক সুমিত অধিকারী প্রমুখ। তাঁর কথায়, ‘‘এখন বাজারে আনাজের দাম তো আকাশছোঁয়া।’’ বিরিয়ানির খরচও তো খুব কম নয়। জোগালেন কে? তাঁর সংযোজন, ‘‘আমাদের এক সহকর্মীর ছেলে হয়েছে, আর এক সহকর্মীর মেয়ে হয়েছে। দুপুরের খাবারের খরচটা তাঁরাই দিয়েছেন।’’
লোকসভায় পশ্চিম মেদিনীপুরে বামেদের ফল খারাপ হয়েছে। জেলা সিপিএম মানছে বুথের সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের জনবিচ্ছিন্নতা- এ সব কারণেই লোকসভা ভোটে বিপর্যয় হয়েছে। সূত্রের খবর, বুধবার মেদিনীপুরে যুব সিপিএমের জেলা কমিটির বৈঠকেও লোকসভার ফলের পর্যালোচনা হয়েছে। পাশাপাশি, সংগঠনের আসন্ন সম্মেলনপর্ব নিয়ে কথা হয়েছে। ২০ জুলাই থেকে ১০ অগস্টের মধ্যে সংগঠনের একেবারে নিচুতলা অর্থাৎ, প্রাথমিক কমিটির সম্মেলন সেরে ফেলার কথা জানানো হয়েছে। ১৫ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে লোকাল কমিটির সম্মেলন সেরে ফেলার কথা জানানো হয়।

এ সব ছাপিয়ে এখন চর্চায় বিরিয়ানিই! যুব সিপিএমের জেলা নেতৃত্বের একাংশের ব্যাখ্যা, তুলনায় সস্তা বলেই বিরিয়ানির বন্দোবস্ত করা হয়েছিল। প্লেট পিছু ৮০ টাকা দরে চিকেন বিরিয়ানি মিলেছে। সেখানে ভাত, ডাল, তরকারি, মাছের বন্দোবস্ত হলে প্লেটপিছু অন্তত ১২০- ১৪০ টাকা পড়ত। মাছের বদলে মাংস রাখলে প্লেট পিছু অন্তত ১৬০- ১৮০ টাকা পড়ত।

Advertisement

যুব সিপিএমের বৈঠকে দুপুরের খাবারের মেনুতে বিরিয়ানি ছিল শুনে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল, বিজেপি। যুব তৃণমূলের জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তীর মন্তব্য, ‘‘বিরিয়ানি! সে তো রাজকীয় খাবার!’’ যুব বিজেপির জেলা সভাপতি আশীর্বাদ ভৌমিকের কথায়, ‘‘কোনও দিনকে উৎসবের দিন বানানোর জন্য বিরিয়ানির থেকে ভাল পদ খুব একটা কেউ খোঁজেন না!’’ কটাক্ষ শুনে যুব সিপিএমের এক জেলা নেতা বলছেন, ‘‘ সস্তার বিরিয়ানি ছিল। ক’দিন আগে মেদিনীপুরে তৃণমূলের গেট টুগেদার হয়েছিল। শুনেছি, সেখানে ৫০০- ৬০০ টাকার প্লেট ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement