বনবিহারী রায় ও তন্ময় রায়। যুযুধান দু’পক্ষ। প্রবীণ বনবিহারীবাবু লালগড় ব্লক তৃণমূলের সভাপতি। ব্লক যুব তৃণমূলের সভাপতি হলেন তন্ময় রায়। বনবিহারীবাবু হলেন আদিবাসী উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদার অনুগামী। বনবিহারীবাবুর সঙ্গে তন্ময়ের ক্ষমতার ভাগাভাগির প্রশ্নে চরম বিরোধ রয়েছে। কিন্তু সুকুমারবাবু ঝাড়গ্রাম বিধানসভা আসনে প্রার্থী হতেই সব বাঘ-কুমির একঘাটে। রবিবার লালগড়ে দলের এক কর্মিসভার মঞ্চে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার অনেক নেতা-জনপ্রতিনিধির মধ্যে বনবিহারীবাবু আর তন্ময়কেও একসঙ্গে দেখা গেল। মন্ত্রীকে জেতাতে জান লড়িয়ে দেওয়ার কথা বললেন তন্ময়। যদিও তন্ময়ের অনুগামী হিসেবে পরিচিত কাঁটাপাহাড়ির এক প্রভাবশালী আদিবাসী নেতার অসুস্থতাজনিত অনুপস্থিতি নিয়ে গুঞ্জন উঠল কর্মিসভায়। গতবার ভোটে জেতার পরে নিচুতলায় যোগাযোগ না রাখার অভিযোগে মন্ত্রী সুকুমারবাবুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কর্মীদের একাংশ। দুপুরে খাবার সময় নেপুরা অঞ্চলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তিও হল। ফলে, সংশয়ের কাঁটা থেকেই গেল।