ভারত জাকাত মাঝি পারগানা মহলের রোষের মুখে পড়লেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র।
কুড়মিদের পর এ বার ভারত জাকাত মাঝি পারগানা মহলের রোষের মুখে পড়লেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বুধবার খড়্গপুরে তাঁর বাংলো ঘেরাও করল আদিবাসী জনজাতিদের সংগঠনটি। যদিও এখন রাজ্যে নেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ। সংসদে বাদল অধিবেশন চলায় যদিও তিনি এখন দিল্লিতে রয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে সেখান থেকেই সাংসদ বলেন, ‘‘বোঝাই যাচ্ছে, এই ঘটনার পিছনে উস্কানি রয়েছে। কেউ ওদের উস্কে দিয়েছে!’’
মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় গোটা দেশ তোলপাড়। ওই রাজ্যে আদিবাসী মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহলও। বুধবার ওই সংগঠনের কর্মী-সমর্থকেরাই দিলীপের বাড়ি ঘেরাও করলেন। বাংলোর গেট খুলে ভিতরে ঢুকে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশকে কার্যত ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যেতে দেখা যায় সংগঠনের কর্মীদের। সংগঠনের নেতা সনাতন হেমব্রম বলেন, ‘‘বিজেপি শাসিত রাজ্যে আদিবাসী মহিলাদের নিরাপত্তা নেই। মুখে বলেন আদিবাসীদের জন্য মনপ্রাণ কাঁদছে আর বাস্তবে অন্য চিত্র। ডাবল ইঞ্জিন থাকা সত্ত্বেও এমন পৈশাচিক ঘটনা ঘটল! প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে যাচ্ছেন, সুনাম করছেন। আগে নিজের ঘর অর্থাৎ দেশ সামলান ঠিকঠাক করে। তার পর অন্য কিছু। বেটি বাঁচাও, বেটি পড়াও বললেও মণিপুরের ঘটনা কিসের নমুনা। দিলীপ ঘোষ এলাকার সাংসদ। তাঁর কাছে প্রশ্ন, উনি নিজের কেন্দ্রের জন্য কী করেছেন? তা জানতেই আজ বাংলো ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে।’’
পাল্টা দিলীপ দিল্লি থেকে বলেন, ‘‘রাজ্যে একের পর এক মহিলা নির্যাতনের ঘটনা ঘটছে। সে দিকে কারও হুঁশ নেই! এ সব করে কিছু হবে না।’’