digha

Digha: সহজেই জানা যাবে প্রাণীদের প্রজাতি, দিঘার মেরিন অ্যাকোয়ারিয়াম শুরু হচ্ছে ডিএনএ পরীক্ষা

সামুদ্রিক প্রাণীদের গবেষণাগার হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে দিঘার মেরিন অ্যাকোয়ারিয়াম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিঘা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫৩
Share:

—নিজস্ব চিত্র।

সামুদ্রিক প্রাণীদের গবেষণাগার হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে দিঘার মেরিন অ্যাকোয়ারিয়াম। সেখানে সংরক্ষিত আছে অসংখ্য সামুদ্রিক প্রাণীর দেহ, যার মধ্যে আবার অনেক বিরল প্রাণীও রয়েছে। এখানেই রয়েছে বিশালাকায় সি-হোয়েল (সামুদ্রিক তিমির কঙ্কাল), যা দেখতে সারা বছর পর্যটকদের ভিড় দেখা যায়। এ বার ওই মেরিন অ্যাকোয়ারিয়ামের গবেষণাগারেই করা যাবে প্রাণীর ডিএনএ পরীক্ষা। বৃহস্পতিবার ভারতীয় প্রাণী বিজ্ঞান সর্বেক্ষণ (জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া)-এর ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায় এর সূচনা করেন।

Advertisement

ধৃতি বলেন, ‘‘সামুদ্রিক প্রাণীদের গবেষণার ক্ষেত্রে এক নতুন দিক খুলে গেল দিঘায়। যে কোনও গবেষণা ও জীববিদ্যার রহস্য উন্মোচনের ক্ষেত্রে ডিএনএ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বার যে কোনও প্রাণীর জেনেটিক বিভাজন সহজেই করতে পারব আমরা। এ ছাড়াও কোনও নতুন প্রাণীর সন্ধান পেলে তার প্রজাতি কী, আগে এমন কোনও প্রাণী আবিষ্কার হয়েছিল কি না বা কোনও বিস্ময়কর প্রাণীর আবিষ্কার হল কি না, এ সব সহজেই তা জানতে পারব।’’

করোনা পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল দিঘা মেরিন অ্যাকোয়ারিয়ামটি। বৃহস্পতিবার গোটা মেরিন অ্যাকোয়ারিয়ামটি ঘুরে দেখেন সর্বেক্ষণের প্রতিনিধিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement