Digha

দীর্ঘ নীরবতা কাটিয়ে ছন্দে ফিরছে দিঘা, আজ থেকে খুলছে বিজ্ঞান কেন্দ্র

এর ফলে দিঘায় ব্যাপক পরিমাণে পর্যটকের ভিড় জমবে বলেই আশা করছেন সকলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১০:৫৬
Share:

দিঘা বিজ্ঞান কেন্দ্র। নিজস্ব চিত্র।

ধীরে ধীরে ছন্দে ফিরছে দিঘা। পুজোর আগেই হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন চালু করে পর্যটকদের জন্য কিছুটা সুবিধে দেওয়া হয়েছিল। তবে বুধবার থেকে মেচেদা ও পাঁশকুড়া থেকে ১টি করে দিঘাগামী লোকাল ট্রেন চালু করা হচ্ছে। এর ফলে দিঘায় ব্যাপক পরিমাণে পর্যটকের ভিড় জমবে বলেই আশা করছেন সকলে।

Advertisement

তারই মাঝে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা দিঘার বিজ্ঞান কেন্দ্রটিকেও ১০ নভেম্বর থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। কলকাতা বিজ্ঞানকেন্দ্রের আদলে গড়ে তোলা দিঘা বিজ্ঞান কেন্দ্রটি বর্তমানে পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

দিঘা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক নিরঞ্জন গুপ্ত জানিয়েছেন, মঙ্গলবার থেকেই বিজ্ঞান কেন্দ্রটি দর্শকদের জন্য সম্পূর্ণ খুলে দেওয়া হচ্ছে। করোনা বিধি নিয়ে সরকারের যে গাইডলাইন রয়েছে তা মেনে বিজ্ঞান কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। মাস্ক ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে গেটে স্যানিটাইজার দেওয়া হবে।

Advertisement

এরই পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে দিঘা বিজ্ঞান কেন্দ্রের গেট খুলছে। টিকিট কাউন্টারের সামনে ইতিমধ্যে গোল গোল দাগ দিয়ে দেওয়া হয়েছে। সময়ের ক্ষেত্রে পূর্বের সূচি মেনে খোলা ও বন্ধ করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত বিজ্ঞান কেন্দ্রটি খোলা থাকবে বলে জানানো হয়েছে।

ক্লোজ রুমে যত ভিডিও শো রয়েছে সেখানে প্রবেশ নিয়ন্ত্রিত হবে। যেমন, থ্রিডি শো-র জন্য ৬৫টি আসন রয়েছে, সেখানে একসঙ্গে সর্বাধিক ৩৫ জনকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। স্পেশ শো-র জন্য ৬২টি আসন রয়েছে সেখানে সর্বাধিক ৩০ জনকে একসঙ্গে ঢুকতে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement