Corona

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত শালবনির টাঁকশালের ডিজিএম

টাঁকশালের কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছিল আগেই। তার জেলে গত মাসেই সাময়িক ভাবে কাজ বন্ধ রাখতে পর্যন্ত হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শালবনি শেষ আপডেট: ১৯ মে ২০২১ ২৩:৪৩
Share:

প্রতীকী ছবি।

টাঁকশালে করোনার কোপ পড়েছিল আগেই। এ বার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের শালবনির টাঁকশালের ডিজিএম (টেকনিক্যাল) ডিকে রাওয়ের। তাঁর বয়স হয়েছিল ৫১।

Advertisement

দিন কয়েক আগে করোনা আক্রান্ত হয়েছিলেন রাও। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বছর পাঁচেক আগে মহীশূর থেকে বদলি হয়ে শালবনিতে যোগ দেন রাও। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টাঁকশালের কর্মীদের মধ্যে।

টাঁকশালের কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছিল আগেই। তার জেলে গত মাসেই সাময়িক ভাবে কাজ বন্ধ রাখতে পর্যন্ত হয়েছিল। তবে পরে কর্মীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমায় চলতি মাসে ফের কাজ শুরু হয়। শালবনির টাঁকশালের কর্মচারী, তাঁদের পরিবার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের মধ্যে প্রায় ১৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। এর মধ্যে অবশ্য প্রায় সলকলেই সুস্থ। বর্তমানে ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। হোম আইসোলেশনে রয়েছেন ৪৫ জন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement