তৃণমূল নেতার নামেই অভিযোগ উপ-প্রধানের

বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকায় কেনা অ্যাম্বুল্যান্স লিজে নেওয়ার পর চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তারপরও অ্যাম্বুল্যান্স ফেরত না দেওয়ায় ক্লাব সম্পাদক এক তৃণমূলের নেতার বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০১:১৬
Share:

বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকায় কেনা অ্যাম্বুল্যান্স লিজে নেওয়ার পর চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তারপরও অ্যাম্বুল্যান্স ফেরত না দেওয়ায় ক্লাব সম্পাদক এক তৃণমূলের নেতার বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত।

Advertisement

পাঁশকুড়ার মাইশোরা পঞ্চায়েতের উপ-প্রধান তথা ব্লক তৃণমূল কার্যকরী সভাপতি কুরবান শাহ। তিনি এলাকার মাংলই সবুজ সঙ্ঘের সম্পাদক তথা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিত রায়ের বিরুদ্ধে জেলা প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন।

পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ননন্দনপুর বিধানসভার সিপিএম বিধায়ক বুলা চৌধুরীর এলাকা উন্নয়ন তহবিলের বরাদ্দ অর্থে ২০১২ সাল নাগাদ মাইশোরা পঞ্চায়েতকে একটি অ্যাম্বুল্যান্স কিনে দেওয়া হয়েছিল। ওই অ্যাম্বুল্যান্স পরিচালনার জন্য চুক্তির ভিত্তিতে লিজ পদ্ধতিতে স্থানীয় মাংলই গ্রামের সবুজ সঙ্ঘকে দেওয়া হয়। তিন বছরের জন্য লিজে নেওয়া ওই অ্যাম্বুল্যান্স বাবদ প্রতি মাসে আড়াই হাজার টাকা গ্রামপঞ্চায়েতের তহবিলে দেওয়ার কথা ছিল ক্লাব কর্তৃপক্ষের।

Advertisement

কুরবান শাহের অভিযোগ, ‘‘বাসিন্দারা জরুরি দরকারে ওই অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করলেও পাওয়া যায়নি। আর পঞ্চায়েতের প্রাপ্য টাকাও দিচ্ছেনা ক্লাব। সম্প্রতি জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে।’’

সুজিতবাবু বলেন, ‘‘আমি ক্লাব সম্পাদক হিসেবে অ্যাম্বুল্যান্স নিয়েছিলাম। লিজের মেয়াদ শেষ হয়েছে এটা ঠিক। শীঘ্রই ওই অ্যাম্বুল্যান্স ফেরত দেওয়া হবে। উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করা হয়েছে।’’ জেলাশাসক রশ্মি কমল বলেন, ‘‘অভিযোগের বিষয়ে বিডিওকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement