দিঘায় কচ্ছপের মৃতদেহ

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে দিঘার মেরিনা ঘাটের কাছে ওই কচ্ছপটি ভেসে আসে। কয়েকজন যুবক সেটি পালিয়ে যাওয়া চেষ্টা করছিল বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিঘা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ০০:২৫
Share:

মৃত কচ্ছপ। নিজস্ব চিত্র

সমুদ্রের জলে দিঘার সৈকতে ভেসে এল বিশাল এক কচ্ছপের মৃতদেহ।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে দিঘার মেরিনা ঘাটের কাছে ওই কচ্ছপটি ভেসে আসে। কয়েকজন যুবক সেটি নিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করছিল বলে অভিযোগ। রাতে টহলরত পুলিশ তাদের দেখতে পায়। পুলিশ দেখে ওই যুবকেরা পালিয়ে যায়। পরে পুলিশের পক্ষ থেকে দিঘা বন দফতরে খবর দেওয়া হয়। দফতরের আধিকারিকেরা এসে মৃত কচ্ছপটিকে সৎকার করেন। তবে সৎকারের আগেই ওই অলিভ রিডলে কচ্ছপ দেখার জন্য মেরিনা ঘাটে পর্যটকদের ভিড় জমে যায়। অনেকে কচ্ছপের সঙ্গে সেলফিও তোলেন।

দিঘা বন দফতর সূত্রের খবর, কচ্ছপটি অলিভ রিডলে প্রজাতির। সেটির ওজন ৩৫ কিলোগ্রাম। কচ্ছপটির শরীরের আঘাত ছিল। বিপন্ন প্রজাতির ওই কচ্ছপটি দিঘায় এল কীভাবে? এ ব্যাপারে দিঘা বন দফতরের এক আধিকারিক অনির্বাণ মিত্র বলেন, “এই ধরনের কচ্ছপ নিউজিল্যান্ড উপকূলে থাকে। ডিম পাড়ার জন্য তারা উপকূলে আসে। সেই সময় কোনও জাহাজের প্রপেলারে বা ট্রলারে ধাক্কা লেগে সেটির মৃত্যু হয়েছে।’’ মৎস্যজীবীদের জালে জড়িয়েও কচ্ছপটির মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

Advertisement

‘দিঘা ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনে’র সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, ‘‘ওড়িশার ধামরার কাছে একটি কচ্ছপ প্রজনন কেন্দ্র রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ওই এলাকায় গড়ে তোলা হয়েছে প্রজনন কেন্দ্রটি। এই সব অলিভ রিডলে অনেক সময় ওই এলাকায় ডিম পাড়তে আসে। সেই সময় ট্রলারের জালে জড়িয়ে এটির ম়ত্যু হতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement