Cyclone Amphan

আমপান দুর্নীতিতে ফের ব্যানার তৃণমূল নেতাদের বিরুদ্ধে

ব্যানারে কাখরদা পঞ্চায়েতের উপ-প্রধান নিকুঞ্জ মান্নার বিরুদ্ধে মেয়ের নামে আমপানের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২০ ০০:১৪
Share:

পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে পড়া সেই ব্যানার। মঙ্গলবার। নিজস্ব চিত্র

আমপান নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ-সহ একাধিক নেতার বিরুদ্ধে ব্যানার পড়েছিল তমলুক ব্লকের পদুমপুর-১ পঞ্চায়েত এলাকায়। একই অভিযোগে শহিদ মাতঙ্গিনী ব্লকের কাখরদা পঞ্চায়েতের উপ-প্রধান সহ কয়েকজন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেও ব্যানার পড়ল। মঙ্গলবার সকালে কাঁকটিয়া বাজারের বিভিন্ন জায়গায় ওই ব্যানার ঘিরে শোরগোল পড়ে।

Advertisement

ব্যানারে কাখরদা পঞ্চায়েতের উপ-প্রধান নিকুঞ্জ মান্নার বিরুদ্ধে মেয়ের নামে আমপানের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক দেবনাথ দাস ও কাঁকটিয়া গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য শঙ্কর মালের বিরুদ্ধে আত্মীয়র নামে আমপানের ক্ষতিপূরণের টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে এলাকায় সরকারি জমি দখল ও একশো দিনের কাজে দুর্নীতি হচ্ছে। কারা এই ব্যানার দিয়েছে তার উল্লেখ না থাকলেও এতে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে ব্লক তৃণমূল নেতৃত্ব।

শহিদ মাতঙ্গিনী ব্লক তৃণমূলের আহ্বায়ক শরৎ মেট্যা বলেন, ‘‘নিকুঞ্জবাবুর মেয়ের শ্বশুরবাড়ি যে আমপানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রশাসনিক তদন্তে তা প্রমাণিত। বিজেপি-সহ বিরোধীরা মিথ্যা অভিযোগ তুলে নিকুঞ্জবাবুর নামে অপপ্রচার করছেন। কয়েক জন গ্রামপঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ করছেন বিরোধীরা।’’ যদিও ব্লক বিজেপি নেতৃত্ব একে তৃণমূলের কোন্দলেরই পরিণতি বলে দাবি করেছেন।

Advertisement

এদিকে সোমবার কাখরদা পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিভাস কর ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রাজেশ হাজরার মধ্যে গোলমালের ঘটনায় দু’জনেই পরস্পরের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেছেন। সোমবার রাতেই বিভাস পুলিশের কাছে অভিযোগ করেন, রাজেশ হাজরা তাঁকে শারীরিক নিগ্রহ করেছে ও প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর কাছ থেকে ১০-১১ হাজার টাকা কেড়ে নিয়েছে। তাঁর আরও অভিযোগ, নিগ্রহের প্রতিবাদ করায় রাজেশের সঙ্গে থাকা অন্য অভিযুক্তরা তাঁর মোটরসাইকেলের ডিকি ভেঙে পান ব্যবসার ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পঞ্চায়েত অফিসের সামনে বহু মানুষের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।

অন্যদিকে মঙ্গলবার কাখরদা পঞ্চায়েতের প্রধান মিনতি পট্টনায়েক বিভাস করের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেছেন বলে দলীয় সূত্রের খবর। দলের দুই নেতার পুলিশের কাছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে অস্বস্তিতে পড়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আমপানের ক্ষতিপূরণ নিয়ে পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শোভা সাউয়ের বিরুদ্ধে ছেলের নামে টাকা নেওয়ার অভিযোগ তুলে জেলাশাসকের কাছে নালিশ করেন রাজেশ হাজরা সহ কয়েকজন পঞ্চায়েত প্রধান। পাল্টা ওই সব পঞ্চায়েত প্রধানের একাংশের বিরুদ্ধেও পরিবারের সদস্য ও আত্মীয়দের নামে আমপানের ক্ষতিপূরণের টাকা নেওয়ার অভিযোগ তুলে মহকুমাশাসককে নালিশ করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য তারক জানা-সহ কয়েকজন।

স্মারকলিপি

এগরা: আমপানে দুর্নীতি-সহ একাধিক অভিযোগে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিল বিজেপি। মঙ্গলবার এগরা-১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতে এগরা বিধানসভা বিজেপির উদ্যোগে ওই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে আমপানে ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারি সাহায্যের পাশাপাশি উপভোক্তারদের তালিকা প্রকাশের দাবি জানানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement