Sabang

Cyclist: সাইকেলে নেই ব্রেক-সিট-প্যাডেল! হাত দিয়ে চাকা ঘুরিয়ে ৩৩.৫ কিমি পাড়ি দেবেন্দ্রনাথের

তাঁর জীবিকাও সাইকেলের খেলা দেখানো। চেন-ব্রেক-সিট-প্যাডেলহীন ওই সাইকেল চালিয়েই সারা ভারত ঘুরেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ ২২:২৬
Share:

সাইক্লিস্ট দেবেন্দ্রনাথ বেরা। নিজস্ব চিত্র।

সাইকেলে চেন নেই। নেই ব্রেক, সিট, গিয়ার এমনকি প্যাডেলও। গিনেস রেকর্ড গড়ার লক্ষ্যে এমন সাইকেলের চাকা হাত দিয়ে ঘুরিয়ে সাড়ে ৩৩ কিলোমিটার পথ পাড়ি দিলেন সবংয়ের বাসিন্দা দেবেন্দ্রনাথ বেরা। ওই দীর্ঘ পথ অতিক্রম করতে সাকুল্যে তিন ঘণ্টা সময় নিয়েছেন তিনি।

Advertisement

সাইক্লিস্ট হিসেবেই পরিচত দেবেন। তাঁর জীবিকাও সাইকেলের খেলা দেখানো। চেন-ব্রেক-সিট-প্যাডেলহীন ওই সাইকেল চালিয়েই সারা ভারত ঘুরেছিলেন তিনি। এ বার লক্ষ্য ছিল গিনেস বুকে নাম তোলা। সেই লক্ষ্যেই ডেবরার বালিচক থেকে সবংয়ের দশগ্রাম পর্যন্ত রাস্তা হাত দিয়ে সাইকেলের চাকা ঘুরিয়ে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

রবিবার সকাল ১০টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করেন দেবেন। দশগ্রাম পৌঁছন দুপুর পৌনে দু’টোয়। দেবেনের সাইকেল যাত্রার সূচনা করেন বিধায়ক হুমায়ুন কবীর। ছিলেন ডেবরার আইসি কৃষ্ণেন্দু হোতা, এসডিপিও গোবিন্দ শিকদার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement