খড়্গপুরে উদ্ধার তাজা বোমা

রেলশহরে শান্তি ফেরাতে মঙ্গলবারই মিছিল করেছে শাসক দল। এ দিন রাতেই খড়্গপুরের গোলবাজারের চুনাপট্টির কাছে একটি বাজারের ভবনের দোতলা থেকে ২০টি তাজা সকেট বোমা উদ্ধার করল কোবরা বাহিনী। উচ্চক্ষমতা সম্পন্ন এই বোমাগুলি আদতে আইইডি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ০০:১৭
Share:

উদ্ধার হওয়া বোমা।—নিজস্ব চিত্র।

রেলশহরে শান্তি ফেরাতে মঙ্গলবারই মিছিল করেছে শাসক দল। এ দিন রাতেই খড়্গপুরের গোলবাজারের চুনাপট্টির কাছে একটি বাজারের ভবনের দোতলা থেকে ২০টি তাজা সকেট বোমা উদ্ধার করল কোবরা বাহিনী। উচ্চক্ষমতা সম্পন্ন এই বোমাগুলি আদতে আইইডি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় ফের শহরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।

Advertisement

ক’দিন ধরেই গোলমালে ছন্দপতন হয়েছে রেলশহরের। শহর জুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রেলমাফিয়া বলে পরিচিত বাসব রামবাবু-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। যুব তৃণমূল কর্মী প্রিয়াঙ্কা শী-কেও গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সিআরপি, কোবরা ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী চুনাপট্টির ওই বাড়িতে হানা দেয়। বাড়ির দোতলায় দু’টি ফলের পিচ বোর্ডের বাক্সে আইইডিগুলি রাখা ছিল। বেশ কিছু সুতলি বোমাও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কোবরা বাহিনীর জওয়ানেরা চৌরঙ্গীর কাছে বিদ্যাসাগর শিল্পতালুকের ফাঁকা জমিতে ওই আইইডিগুলি নিষ্ক্রিয় করে।

ওই বাড়ির পাশের একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক অনিল অগ্রবাল বলেন, “এই কমপ্লেক্সের মালিক বিহারে থাকেন বলে জানি। এই কমপ্লেক্সটি ভাড়ায় চলে। কী ভাবে এত বোমা এখানে এল বুঝতে পারছি না।” পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, এই ধরনের আইইডি নাশকতার কাজে ব্যবহৃত হয়। তবে শহরে কে বা কারা এই আইইডি রেখে গেল তা জানতে তদন্ত করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement