বেসরকারি অর্থলগ্নি সংস্থার আমানতকারীদের টাকা ফেরতের দাবি তুলে পথে নামল জেলা বামফ্রন্ট। মঙ্গলবার বামফ্রন্টের ডাকে ‘চোর ধরো, জেল ভরো’ কর্মসূচি পালন উপলক্ষে তমলুক ও হলদিয়া মহকুমা এলাকার বিভিন্নবাজারে বিক্ষোভ সভার আয়োজন করা হয়। তমলুকের রাধামণি বাজারে বিক্ষোভ সভায় বক্তৃতা করেন জেলা সিপিএমের সম্পাদক নিরঞ্জন সিহি, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ভরত মাইতি, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদকমণ্ডলী সদস্য শক্তিপদ রাউত, আরএসপি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুবল সামন্ত প্রমুখ।
নিরঞ্জনবাবুর অভিযোগ, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশে বেসরকারি অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে সিবিআই ৫ বছর আগে তদন্ত শুরু করলেও এখনও তা সম্পূর্ণ হয়নি। এ রাজ্যের শাসক দল তৃণমূলের একাধিক নেতা ওই কেলেঙ্কারিতে গ্রেফতার হলেও তাঁদের কারও শাস্তি হয়নি। রাজ্য সরকার তদন্তে বাধা দিচ্ছে। ফলে গরিব আমানতকারীরা কবে টাকা ফেরত পাবে তার নিশ্চয়তা নেই।’’
জেলা বামফ্রন্ট নেতৃত্বের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের জেলে পাঠাতে হবে ও আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। এদিন চণ্ডীপুরের হাঁসচড়া বাজারে বিক্ষোভ সভায় ছিলেন সিপিএমের জেলা কমিটির সদস্য বিদ্যুৎ গুছাইত, মঙ্গলেন্দু প্রধান, আরএসপি জেলা সম্পাদক অমৃত মাইতি। এছাড়া শহিদ মাতঙ্গিনী ব্লকের কাঁকটিয়া বাজার ও কোলাঘাট বাজারেও বামফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ সভা হয়।
একই দাবিতে সোমবার রাতে হলদিয়ার টাউনশিপ এলাকায় প্রতিবাদ মিছিল করেন সিপিএম কর্মীরা। মাখনবাবুর বাজার থেকে মিছিল শুরু হয়ে টাউনশিপ এলাকা পরিক্রমা করে। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ডিওয়াইএফ-এর সম্পাদক পরিতোষ পট্টনায়ক, সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল কুমার মাইতি প্রমুখ।