খুলল সিপিএম কার্যালয়

গত বিধানসভা, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে সিপিএম যা করে উঠতে পারেনি, এ বার বিধানসভা ভোটের মুখে তা দেখাল বাম-কংগ্রেস জোট। খেজুরির পর এ বার খুলল ভগবানপুর-২ ব্লকের সিপিএমের ইটাবেড়িয়া লোকাল কমিটির কার্যালয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

এগরা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ০১:৪৪
Share:

কার্যালয় খোলার পর। নিজস্ব চিত্র।

গত বিধানসভা, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে সিপিএম যা করে উঠতে পারেনি, এ বার বিধানসভা ভোটের মুখে তা দেখাল বাম-কংগ্রেস জোট। খেজুরির পর এ বার খুলল ভগবানপুর-২ ব্লকের সিপিএমের ইটাবেড়িয়া লোকাল কমিটির কার্যালয়। খুললেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত পণ্ডা, ভগবানপুর কেন্দ্রের জোট প্রার্থী কংগ্রেসের হিমাংশুশেখর মহাপাত্ররা। উপস্থিত ছিলেন বামফ্রন্টের শ’পাঁচেক সমর্থক। শনিবার দলীয় কার্যালয়টি খোলার আগে প্রার্থীর সমর্থনে ইটাবেড়িয়া বাজার এলাকায় মিছিল ও পথসভা করেন জোটের নেতারা।

Advertisement

নন্দীগ্রাম-উত্তর পরিস্থিতিতে জেলার বিভিন্ন জায়গায় সিপিএমের কার্যালয় বন্ধ করে দেয় তৃণমূল। ভগবানপুর কেন্দ্রের জোটের নির্বাচনী কমিটির আহ্বায়ক সিপিএমের জেলা কমিটির সদস্য সুব্রত মহাপাত্র বলেন, “২০১০ সালের এপ্রিল মাসে দলীয় এই কার্যালয়কে ঘিরে বোমাবাজি, ভাঙচুর ও লুঠপাট চালায় তৃণমূল। তালা লাগায় কার্যালয়ে। পরবর্তীকালে কয়েকবার দলীয় ভাবে ওই কার্যালয় খোলার চেষ্টা করা হলেও তৃণমূলের সন্ত্রাস ও প্রশাসনের অসহযোগিতায় খোলা যায়নি।” তাঁরা জানান, এদিনও দলীয় কার্যালয় খোলার পরিকল্পনা ছিল না। কিন্তু মিছিলে হাজির মানুষরাই নেতৃত্বকে দলীয় কার্যালয় খুলতে বাধ্য করান। ভাঙা হয় তালা।

সিপিএমের ইটাবেড়িয়া লোকাল কমিটির সম্পাদক দিলীপ ভট্টাচার্য জানান, এলাকার নির্বাচনী কাজকর্ম এবার এই কার্যালয় থেকেই করা হবে। তৃণমূলের ভগবানপুর ২ ব্লক সভাপতি প্রদীপ কয়াল অবশ্য অভিযোগগুলি অস্বীকার করে বলেন, “সিপিএমের কয়েকজন নেতা ওই কার্যালয়ে বসে এলাকায় অশান্তি ছড়াতেন। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওই কার্যালয় বন্ধ করে দিয়েছিলেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement