সংগঠন ঢেলে সাজতে কমিটি গড়ছে সিপিএম

তমলুক লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে সমস্ত কমিটি গঠন করল সিপিএম। সেপ্টেম্বর মাসে এই উপনির্বাচন হতে পারে ধরে নিয়ে ঘর গোছাতে চায় লাল পার্টির নেতারা। কর্মীদের সক্রিয় করতে তাই তড়িঘড়ি কমিটিগুলি গঠন করা হয়েছে জেলা নেতৃত্বের নির্দেশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ০১:২৬
Share:

তমলুক লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে সমস্ত কমিটি গঠন করল সিপিএম। সেপ্টেম্বর মাসে এই উপনির্বাচন হতে পারে ধরে নিয়ে ঘর গোছাতে চায় লাল পার্টির নেতারা। কর্মীদের সক্রিয় করতে তাই তড়িঘড়ি কমিটিগুলি গঠন করা হয়েছে জেলা নেতৃত্বের নির্দেশে।

Advertisement

সংগঠনের শক্তি বৃদ্ধি করতে বিধানসভা কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক করা হয়েছে হলদিয়া দক্ষিণ জোনাল সম্পাদক শ্যামল মাইতিকে। আগেও তিনি এই কমিটির আহ্বায়ক ছিলেন। একইসঙ্গে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই বিধানসভা কমিটির কাজ শেষ করতে বলা হয়েছে। কয়েকটি সমস্যা ছাড়া ওয়ার্ড এবং অঞ্চল কমিটিও গঠন হয়ে গিয়েছে। ওই সব কমিটির মাথায় থাকছেন জোনাল কমিটির সদস্যরা। তবে যেখানে জোনাল সদস্যদের পাওয়া যাবে না, সেখানে লোকাল কমিটির সদস্যরা দায়িত্বে থাকবে। এ ধরনের সমস্যা ১৫ অগস্টের মধ্যে সমাধান করতে বলা হয়েছে।

বুথস্তরের কাজ ত্বরান্বিত করতে বুথ কমিটিগুলিকে ঢেলে সাজা হচ্ছে। নেতৃত্বে থাকছেন শাখা সম্পাদক। দলীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি নির্বাচনে বুথভিত্তিক রিপোর্টে ভুল ছিল। যার খেসারত দিতে হয় সিপিএমকে। তাই বুথ স্তরেই জোর দেওয়া হচ্ছে এ বার, যাতে রিপোর্টে কোনও ভুল না-থাকে। নির্মল জানা, সুব্রত পণ্ডা এবং তাপস সিংহকে নেতৃত্বে গঠিত হয়েছে লোকসভা কমিটি। জেলার দায়িত্বপ্রাপ্ত রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব বলেন, “ভোটের পর থেকেই আমাদের উপর আক্রমণ শুরু হয়েছে। তাও আমরা উপনির্বাচনের জন্য তৈরি হচ্ছি।” জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, “কমিটিগুলিকে পুনরুজ্জীবিত করতেই নতুন করে গঠন করা হল। কিছু বদলের প্রয়োজন ছিল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement