দ্বিতীয় দিনে লক্ষ্যমাত্রা অধরা পশ্চিম মেদিনীপুরে, টিকা নিলেন না বহু মানুষ

মাত্র ৩৮ শতাংশ স্বাস্থ্য কর্মী, ডাক্তার, নার্সই টিকা নিয়েছেন মঙ্গলবার। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১৯:৫৭
Share:

টিকাকরণে যোগই দিলেন না বহু মানুষ। —নিজস্ব চিত্র।

দ্বিতীয় দিনেও পশ্চিম মেদিনীপুরে টিকারণের লক্ষ্যমাত্রা পূরণ হল না। বরং প্রথম দিন, শনিবারের চেয়ে টিকাকরণের হার কমে গেল অনেকটাই। প্রথম দিনে জেলার ১১টি কেন্দ্রে ১১০০ জনের টিকা নেওয়ার তালিকা তৈরি হলেও, মাত্র ৬৩৯ জন টিকা নিয়েছিলেন অর্থাৎ প্রায় ৬০ শতাংশ। দ্বিতীয় দিনে মোট ১২৯৬ জনের টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু নিয়েছেন মাত্র ৪৬৯ জন। অর্থাৎ মাত্র ৩৮ শতাংশ স্বাস্থ্য কর্মী, ডাক্তার, নার্সই টিকা নিয়েছেন।

Advertisement

এর মধ্যে, সব থেকে বেশি সংখ্যক মানুষ টিকা নিয়েছেন ডেবরা সুপার স্পেশালিস্ট হাসপাতালে। সেখানে ৯১ জন টিকা নিয়েছেন। সব থেকে কম সংখ্যক মানুষ টিকা নিয়েছেন সবং গ্রামীণ হাসপাতালে। সেখানে ১২০ জনের নামের তালিকার মধ্যে মাত্র ১৩ জন ভ্যাকসিন নিয়েছেন। যদিও প্রতিটি কেন্দ্রে ১২০ জন মানুষকেটিকা দেওয়ার লক্ষ্য ছিল।

এ দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২ জন, ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ৬৪ জন, খড়্গপুর সদর সাব ডিভিশন হাসপাতালে ২৩ জন, চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ৩১ জন, গড়বেতা ১ নম্বর ব্লকের গড়বেতা গ্রামীণ হাসপাতালে ৩০ জন, শালবনি গ্রামীণ হাসপাতালে ৩৪ জন, কেশপুর গ্রামীণ হাসপাতালে ৬০ জন, দাসপুর ১ নম্বর ব্লকের দাসপুর গ্রামীণ হাসপাতালে ৪৩ জন, ডেবরা সুপার স্পেশ্যালিস্ট হাসপাতালে ৯১ জন , সবং গ্রামীণ হাসপাতাল ১৩ জন এবং নারায়ণগড় ব্লকের বেলদা গ্রামীণ হাসপাতালে ৩৮ জন ভ্যাকসিন নেন।

Advertisement

কিন্তু স্বাস্থ্যকর্মী বা সাধারণ মানুষের মধ্যে ভয় কাটাতে যেখানে জেলার প্রথম সারির স্বাস্থ্য আধিকারিকরা টিকা নিয়েছেন, সেখানে কেন এই পরিস্থিতি, তা নিয়ে প্রশ্ন উঠছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সময় মতো টিকা প্রাপকদের কাছে মোবাইলে মেসেজ না পৌঁছনোয় এই সমস্যা হচ্ছে।

অন্য দিকে, প্রথম দিনে ১০০-তে ১০০ পেলেও দ্বিতীয় দিনের টিকাকরণের লক্ষ্যপূরণ ব্যর্থ হল ঝাড়গ্রামেও। সেখানে ৪টি কেন্দ্রের প্রতিটিতে ১২০ জন করে মোট ৪৮০ জনের নামের তালিকা থাকলেও, বিকেল ৫ টা পর্যন্ত প্রতিষেধক দেওয়া হয় ১৮৭ জনকে। জেলা স্বাস্থ্য দফতরে পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, গোপী বল্লভপুর স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিয়েছেন ৭৩ জন, ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুলের কেন্দ্রটিতে টিকা নিয়েছেন ৩০ জন, চিলকিগড় স্বাস্থ্যকেন্দ্রে ৪৪ জন এবং উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কেন্দ্রে টিকা নিয়েছেন ৪০ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement