—ফাইল চিত্র।
গত বুধবার থেকে ঝাড়গ্রামে চালু হয়েছে সরকারি বাস। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে কাল, সোমবার থেকে জেলায় বেসরকারি বাসও চলবে। সোমবার বেসরকারি বাস নামবে পশ্চিম মেদিনীপুরেও।
ঝাড়গ্রামের বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা জানান, মুখ্যমন্ত্রীর কথা মেনে আসন সংখ্যার সমান যাত্রী নিয়েই বাস চলবে। তবে সব আসনে যাত্রী বসলে সামাজিক দূরত্ব কীভাবে বজায় রাখা যাবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। ঝাড়গ্রাম জেলা ছুঁয়ে চলে ২২০টি বেসরকারি বাস। এর মধ্যে ঝাড়গ্রাম জেলার ১১৫টি বাসের বেশিরভাগই পথে নামানোর চেষ্টা হচ্ছে। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ পালের কথায়, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন সব আসনে যাত্রী নিয়ে বাস চালানো যাবে। তাতেও লাভ হবে না। তবে লোকসান কমবে। তাই সোমবার থেকে আমরা বাস চালাব।’’ তিনি জানান, চালক ও বাসকর্মীদের মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজ়ার দেওয়া হবে।
বাস পরিবহণ নিয়ে শনিবার মেদিনীপুরেও বৈঠক হয়েছে। বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মৃগাঙ্ক মাইতি বলেন, ‘‘সোমবার থেকে বাস চলবে। শুরুতে হয়তো সব বাস নামবে না। তবে সব রুটে যাতে বাস থাকে সেই চেষ্টা চলছে।’’ জেলা পরিবহণ আধিকারিক বিশ্বজিৎ মজুমদার জানান, সোমবার থেকে সব রুটেই বাস থাকবে। পথে নামছে অটোও। মেদিনীপুর শহরের অটো শ্রমিক ইউনিয়নের সভাপতি মহম্মদ সিরাজ আলি জানান, ৫ জন যাত্রী নিয়ে অটো চালানো হবে।