Coronavirus

‘প্রচেষ্টা’র দ্বিতীয় দিনেও এড়ানো গেল না ভোগান্তি

লকডাউনে কর্মহীনদের এককালীন আর্থিক সাহায্য দিতে রাজ্য সরকার ‘প্রচেষ্টা’ প্রকল্প চালু করেছে। এতে প্রতিমাসে কিছু টাকা পাবেন উপভোক্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ০৬ মে ২০২০ ০৩:১২
Share:

প্রতীকী ছবি।

চড়া রোদ মাথায় কাঁথি শহরের শ্রীরূপা সিনেমা হলের কাছে একটি সাইবার ক্যাফেতে গিয়েছিলেন পঞ্চাশোর্ধ্ব প্রৌঢ়। ‘প্রচেষ্ট’ প্রকল্পের ফর্মপূরণের জন্য। কিন্তু ফর্মপূরণ না করেই ফিরতে হল তাঁকে।

Advertisement

লকডাউনে কর্মহীনদের এককালীন আর্থিক সাহায্য দিতে রাজ্য সরকার ‘প্রচেষ্টা’ প্রকল্প চালু করেছে। এতে প্রতিমাসে কিছু টাকা পাবেন উপভোক্তারা। করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে সোমবার থেকে অনলাইনে ওই ফর্মপূরণ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে দ্বিতীয়দিন মঙ্গলবারই কাঁথি মহকুমার বিভিন্ন এলাকায় অনলাইনে ফর্মপূরণ করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, ফর্মপূরণের সরকারি ওয়েবসাইটিই খুলছে না।

এ দিন কাঁথি শহরের শ্রীরূপা সিনেমা হল সংলগ্ন সাইবার ক্যাফেতে আসা প্রৌঢ় বলেন, ‘‘দিন মজুরের কাজ করি। সোমবার এসেছিলাম। এ দিনও ১০ কিলোমিটার পায়ে হেঁটে সাতমাইল থেকে কাঁথি এসেছি। কিন্তু দোকানদার বলল অনলাইনে সমস্যা।’’ ওই সাইবার ক্যাফের মালিক জানাচ্ছেন, সোমবার থেকে বহু মানুষ নাম নথিভুক্ত করার জন্য আসছেন। কিন্তু প্রচেষ্টা প্রকল্পে অনলাইনে কিছুতেই কারও নাম নথিভুক্ত করতে পারছেন না। তাই সকলকে দু-এক দিন বাদে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন।

Advertisement

একই রকম পরিস্থিতি কাঁথি শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন আরেকটি সাইবার ক্যাফেতে। সেখানেও সকাল থেকেই দূরদূরান্ত থেকে লোকেরা এসে ভিড় করছেন। কিন্তু সোম ও মঙ্গলবার সেখানে কেউই প্রচেষ্টা প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেনি। খেজুরি, রামনগর এলাকাতেও বহু মানুষ ‘প্রচেষ্টা’ প্রকল্পের অনলাইনে নাম নথিভুক্ত করতে পারেনি বলে খবর মিলেছে।

শ্রম দফতর সূত্রের খবর, আগামী ১৫ মে পর্যন্ত অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে। মূলত দিনমজুর এবং অসংগঠিত ক্ষেত্রে নিযুক্ত পরিবারপিছু একজন এই প্রকল্পের আবেদন করতে পারবেন। তাঁদের মাসিক এক হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। এ ব্যাপারে কাঁথি-১ এর বিডিও লিপন তালুকদার বলেন, ‘‘অনলাইনে আবেদন করার পর সেই আবেদন পত্র রাজ্য থেকে জেলা দফতরে এসে পৌঁছবে। তারপর তা স্ক্রুটিনি করার জন্য ব্লক প্রশাসনিক অফিসে পাঠানো হবে। তাই এখন আবেদন করতে গিয়ে কেউ অসুবিধেয় পড়ছে কি না তা আমরা টের পাচ্ছি না।’’

অনলাইনের সমস্যার কথা শোনার পর কাঁথির মহকুমাশাসক শুভময় ভট্টাচার্য বলেন, ‘‘রাজ্য সরকারের ওয়েবসাইটে প্রচেষ্টা-র যে পেজ রয়েছে, তা হয়তো কোনও অসুবিধার কারণে সাময়িক খুলছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement