Coronavirus

পরিযায়ী শ্রমিকেরা ফিরছেন বাড়িতে 

এগরা পুরসভা-সহ ব্লক এলাকায় মুর্শিদাবাদ, বীরভূম থেকে অনেক  নির্মাণ কর্মী সারা বছর কাজের জন্য আসেন। লকডাউনে মুর্শিদাবাদের শতাধিক পরিযায়ী শ্রমিক এগরা শহরে আটকে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০০:২৪
Share:

এগরায় বাসের লাইনে পরিযায়ী শ্রমিকেরা। নিজস্ব চিত্র

লকডাউনে জেলার বিভিন্ন এলাকায় আটকে পড়েছিলেন ভিন্‌ জেলার পরিযায়ী শ্রমিকেরা। তাঁদের বাড়ি ফেরাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। শনিবার দিঘায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে সাতটি বাস ছাড়ে। মূলত নদিয়া, মুর্শিদাবাদ এবং বারাসাত পর্যন্ত যায় এই বাস গুলি। তিনটি বাস এগরা হয়ে এবং বাকি বাস কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

Advertisement

এগরা পুরসভা-সহ ব্লক এলাকায় মুর্শিদাবাদ, বীরভূম থেকে অনেক নির্মাণ কর্মী সারা বছর কাজের জন্য আসেন। লকডাউনে মুর্শিদাবাদের শতাধিক পরিযায়ী শ্রমিক এগরা শহরে আটকে পড়ে। পরে সরকারি নির্দেশ মতো আটকে পড়া শ্রমিকদের থাকা এবং রেশনের ব্যবস্থা করেছিল এগরা পুরসভা। এ দিন এগরা পুরসভায় এলাকার ৪০ জন-সহ মোট ৯৪ জন শ্রমিককে নিজেদের জেলায় পাঠায় জেলা প্রশাসন। এগরার শ্রমিকদের জন্য এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে তিনটি বাস ছাড়ে। পারস্পরিক দূরত্ব বজায় রেখে লাইন দিয়ে সেই বাসে চড়েন শ্রমিকেরা। এগরা পুরপ্রধান শঙ্কর বেরা বলেন, ‘‘জেলা প্রশাসনর নির্দেশে পুরসভা এবং ব্লক এলাকার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর হল। প্রত্যেকের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।’’

নির্মাণ শ্রমিক ও ফেরিওয়ালা হিসাবে তমলুক শহরে এসেছিলেন মূর্শিদাবাদের ৩৫ জন বাসিন্দা। জেলা প্রশাসনের সাহায্যে এ দিন তাঁদেরও বাড়ি ফেরার বাসের ব্যবস্থা করা হয়। শহরের পদুমবসান এলাকায় ওই শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার পর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে করে বাড়ি ফেরানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement