সাজপোশাকে হেলমেটবাবু। নিজস্ব চিত্র
সাইকেলে হেলমেট পরে পথ নিরাপত্তার পাঠ দিতেন এতদিন। বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে ‘প্রেতাত্মা’ সেজেছেন কোলাঘাটের হেলমেটবাবু।
কোলা-২ গ্রাম পঞ্চায়েতের খড়িচকের বাসিন্দা রবীন্দ্রনাথ ভট্টাচার্য এলাকায় ‘হেলমেটবাবু’ নামে পরিচিত। পথ নিরাপত্তার বার্তা দিতে তিনি গত চার বছর ধরে হেলমেট পরে সাইকেল চালান। সেই রবীন্দ্রনাথের মুখে এখন রয়েছে কঙ্কালের মুখোশ। সাজেছেন প্রেতাত্মা রূপে। ওই সাজে সাইকেলে করোনা সচেতনতার পোস্টার লাগিয়ে মাঝে মধ্যেই চালাচ্ছেন প্রচার।
কোলাঘাট স্টেশনের কাছে রবীন্দ্রনাথের ছোট্ট মনোহারি দোকান রয়েছে। লকডাউনে তা বন্ধ। ছেলে, মেয়ে, স্ত্রী, নাতি-নাতনিকে নিয়ে অভাবের সংসারে পেট ভরাতে আপাতত ভরসা রেশনের চাল। তবে পেট ভরুক না ভরুক, সংবাদ মাধ্যমের দৌলতে পাওয়া করোনা সচেতনতা অন্যদের মধ্যে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন রবীন্দ্রনাথ। করোনা সচেতনতার বিভিন্ন পোস্টার দিয়ে সাজিয়েছেন নিজের নড়বড়ে সাইকেল। আর নিজে সেজেছেন প্রেতাত্মা। মুখোশ, কালো পোশাকে নিজেকে ঢেকে মাঝে মধ্যেই সাইকেলে ঘুরছেন। কোথাও জটলা দেখলেই গিয়ে সকলকে পারস্পরিক দূরত্ব বজায় রাখার কথা বলছেন।
আরও পড়ুন: মায়েদের স্বাস্থ্যে নজর
রবীন্দ্রনাথের সাইকেলে ঝোলানো ব্যাগে থাকছে সাবান, স্যানিটাইজ়ার, মাস্ক, জল। কীভাবে সাবান দিয়ে হাত ধুতে হয়, তা দেখিয়েও দিচ্ছেন তিনি। খিদে পেলে ব্যাগে রাখা শুকনো মুড়ি ও পেঁয়াজ দিয়ে ভরাচ্ছেন পেট। রবীন্দ্রনাথ জানাচ্ছেন, গত ১২ দিনে ১১টি গ্রাম সাইকেল নিয়ে ঘুরেছেন তিনি। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এইভাবে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে প্রচার করবেন বলে জানাচ্ছেন রবীন্দ্রনাথ। তাঁর কথায়, ‘‘করোনাকে হারাতে কয়েকটি দরকার কয়েকটি সুরক্ষা বিধি পালন করা। মানুষের মধ্যে এখনও করোনা নিয়ে সচেতনতার অভাব রয়েছে। মানুষকে সচেতন করতেই আমার এই উদ্যোগ।’’
তাই চড়া রোদে সাইকেলে ঘুরছেন রবীন্দ্রনাথ। আর তাঁকে দেখেই ভয়ে পেয়ে এক ছুট্টে ঘরে ঢুকছে রাস্তাঘাটে খেলতে বেরনো কচিকাঁচারা!
আরও পড়ুন: লকডাউনে ‘কাজ’, ইটভাটায় মৃত এক