Coronavirus

ত্রাণে আস্ত মুরগি, চর্চা কাউন্সিলরের উদ্যোগের

ওয়ার্ড এলাকার প্রায় এক হাজার পরিবারে এ ভাবে বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে জ্যান্ত মুরগি তুলে দিয়েছেন চঞ্চল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ০২:২৬
Share:

মুরগি বিলি। রবিবার। নিজস্ব চিত্র

চাল, আলু, আনাজ, মুদি দোকানে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনায় ছাড় থাকলেও অনেক বাসিন্দাই বাড়ির বাইরে বেরোতে নারাজ। এমন পরিস্থিতিতে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি খাবার সামগ্রী পৌঁছে দিয়ে সাহায্য করছেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর চঞ্চল খাঁড়া । প্রথম দফায় চাল, ডাল, আলু, তেল ও আনাজ প্রভৃতি সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছিলেন তিনি এবং তাঁর অনুগামীরা । এমনকী চা, চিনি, দুধ ও বিস্কুটও পৌঁছে দিয়েছেন তাঁরা।

Advertisement

তবে রবিবার তৃতীয় দফায় ত্রাণ সামগ্রীর তালিকায় চাল, ডাল, আলু, তেল, মশলার সঙ্গে ছিল একটি করে আস্ত জ্যান্ত মুরগি। ওয়ার্ড এলাকার প্রায় এক হাজার পরিবারে এ ভাবে বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে জ্যান্ত মুরগি তুলে দিয়েছেন চঞ্চল। করোনা পরিস্থিতির মধ্যেই এমন ত্রাণ বিলি নিয়ে শহরজুড়ে চর্চা শুরু হয়েছে। ত্রাণ সামগ্রীতে আস্ত মুরগি পেয়ে এলাকার বাসিন্দারাও নিজেদের খুশির কথা জানিয়েছেন। তবে এনিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতৃত্ব।

ত্রাণে জ্যান্ত মুরগি দেওয়া নিয়ে চঞ্চল বলেন, ‘‘করোনা সতর্কতায় লক ডাউনের জেরে গত প্রায় একমাস ধরে মানুষ ঘরেই থাকছেন। বাসিন্দাদের অনেকেরই মাংস খাওয়ার ইচ্ছে রয়েছে। তবে তা কেনার জন্য বাজারে গিয়ে যাতে ভিড় না করেন সে জন্য এলাকার প্রতি বাড়িতে এদিন ত্রাণ সামগ্রীর সঙ্গে একটি করে জ্যান্ত মুরগি দেওয়া হয়েছে।’’ এলাকার বাসিন্দা শেখর ঘোষ বলেন, ‘‘আগে চাল, ডাল, আলু, ডিম দিয়েছেন কাউন্সিলর। এ বার মুরগি দিয়েছেন। আমরা খুশি।’’

Advertisement

বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘‘এলাকার বহু গরিব বাসিন্দা ডাল, ভাত জোগাড় করতে হিমসিম খাচ্ছেন। আমরা তাঁদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করেছি। এমন পরিস্থিতিতেও একজন তৃণমূল কাউন্সিলর নিজের ক্ষমতা ও দম্ভ দেখানোর জন্য ত্রাণ সামগ্রীতে জ্যান্ত মুরগি দিচ্ছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement