Coronavirus

করোনা-কালে মুখ্যমন্ত্রীর সফর, প্রস্তুতি পুরোদমে

রবিবার থেকেই খড়্গপুর টাউন পুলিশের উদ্যোগে সেই প্রক্রিয়া  শুরু হয়েছে। এ দিন জেলা প্রশাসনের বর্ধিত প্রস্তুতিসভা হয়েছে মেদিনীপুরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর ও মেদিনীপুর শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২০ ০২:৩৮
Share:

সাজ-সাজ: আসবেন মুখ্যমন্ত্রী। সেজে উঠছে খড়্গপুরের চৌরঙ্গি এলাকা (বঁা দিকে)। ছবি: সৌমেশ্বর মণ্ডল

রেলশহরের উপকণ্ঠে শিল্পতালুকে প্রশাসনিক বৈঠকে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সেই জেলা সফরের আগে বৈঠকস্থলে চলছে নিরাপত্তার প্রস্তুতি। সেই সঙ্গে শহরের নিরাপত্তাও সুনিশ্চিত করতে পদক্ষেপ শুরু করল পুলিশ। রবিবার থেকেই খড়্গপুর টাউন পুলিশের উদ্যোগে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এ দিন জেলা প্রশাসনের বর্ধিত প্রস্তুতিসভা হয়েছে মেদিনীপুরে।

Advertisement

মেদিনীপুরের প্রদ্যোত স্মৃতি সদনের এই সভায় জেলাশাসক রশ্মি কমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার-সহ জেলার সমস্ত বিধায়ক, বিডিও, জেলাপরিষদের কর্মাধ্যক্ষেরা উপস্থিত ছিলেন। ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, সাংসদ মানস ভুঁইয়া, জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, সহ সভাধিপতি অজিত মাইতি, সিএমওএইচ নিমাইচন্দ্র মণ্ডল প্রমুখ। করোনা পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক কীভাবে সংগঠিত হবে তা নিয়ে সভায় উপস্থিত সকলকে জানান জেলাশাসক। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘‘রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয় সভায়। প্রকল্পের কাজে কোথায় ঘাটতি বা কোথাও সমস্যা হচ্ছে কি না, তা বিডিও এবং দফতরের আধিকারিকদের কাছ থেকে জেনে নেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।’’ এ দিন সভা শুরুর আগে ‘পথশ্রী’ প্রকল্প সম্পর্কে সবিস্তার জানান জেলাশাসক।

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের আগে অথবা পরে যাতে রেলশহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে দিকে নজরদারি চালাচ্ছে পুলিশ। সেই সঙ্গে অশান্তি পাকাতে কোনও সন্দেহভাজন শহরে আশ্রয় নিয়েছে কি না, সেটাও খতিয়ে দেখার কাজে নেমেছে পুলিশ। খোদ আইসি রাজা মুখোপাধ্যায়ের নেতৃত্বে চলছে অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত থেকেই শহরের বিভিন্ন হোটেল ও লজগুলিতে অভিযান চালাবে পুলিশ। আপাতত কারা হোটেলে থাকছেন তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। একইসঙ্গে শহরে ঢোকার বিভিন্ন পথে নাকা বসানো হচ্ছে। শহরের সমস্ত সিসিটিভি ক্যামেরা মেরামত করে নজরদারির লাগানো হয়েছে।

Advertisement

গত দেড় বছরে এই নিয়ে তিনবার শহরে আসবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে ২০১৯ সালের ৯ মে মমতা এসেছিলেন শহরের তালবাগিচায় নির্বাচনী প্রচারে। তার পরে বিধানসভা উপনির্বাচনে জয়ের পরে গত ৯ ডিসেম্বর শহরের রাবণ ময়দানে এসেছিলেন মুখ্যমন্ত্রী। শহরের মধ্যে ওই দু’টি ছিল রাজনৈতিক জনসভা। তবে এ বার মুখ্যমন্ত্রী আসছেন শহরের উপকণ্ঠে চৌরঙ্গী সংলগ্ন শিল্পতালুকের স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে। অবশ্য তাতেও কোনও ঢিলেঢালা রাখতে নারাজ পুলিশ-প্রশাসন।

খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ বলেন, “মুখ্যমন্ত্রীর নিরাপত্তার প্রোটোকল অনুযায়ী ‘অ্যান্টি সাবতাজ চেকিং’ সংক্রান্ত সমস্ত কিছু চলছেই। সেই সঙ্গে আমরা শহরেও বাড়তি নজরদারি চালাচ্ছি। বিভিন্ন হোটেলে অভিযান ও শহরের প্রবেশ পথে নাকা করে তল্লাশি হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement