প্রতীকী ছবি।
রবিবার সকালের পরে রাতে। ফের মৃত্যু মেদিনীপুরের করোনা হাসপাতালে। এ বার করোনা পরীক্ষার আগেই মারা গিয়েছেন এক বৃদ্ধা।
সূত্রের খবর, রবিবার রাতে মৃত্যু হয়েছে টুকু দোলই (৬৫)-এর। তাঁর বাড়ি শালবনির এক এলাকায়। কাল্টু দোলই নামে ওই বৃদ্ধার এক পরিজন বলেন, ‘‘উনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সেই রোগেই ওঁর মৃত্যু হয়েছে।’’
মেদিনীপুর শহরতলির মোহনপুরের কাছে থাকা এক বেসরকারি হাসপাতালকে করোনা হাসপাতালে (লেভেল- ২) রূপান্তরিত করা হয়েছে। এখানেই চিকিৎসাধীন ছিলেন ওই বৃদ্ধা। জানা যাচ্ছে, পরিজনেরা তাঁকে শুরুতে মেদিনীপুর মেডিক্যালে এনেছিলেন। পরে নিয়ে যান শহরতলির আবাসে আয়ুষ হাসপাতালে যেটিও করোনা হাসপাতালে (লেভেল- ১) রূপান্তরিত হয়েছে। তারপর ওই বৃদ্ধাকে আনা হয় মোহনপুরের কাছে করোনা হাসপাতালে। শুরু থেকেই বৃদ্ধার অবস্থা সঙ্কটজনক ছিল। রবিবার রাত দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। এ নিয়ে মন্তব্য করতে চাননি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা। তবে ওই হাসপাতালের এক আধিকারিক মানছেন, ‘‘ওই বৃদ্ধা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। শুরু থেকেই ওঁর শারীরিক অবস্থা খারাপ ছিল।’’ সূত্রের খবর, করোনা পরীক্ষার জন্য ওই বৃদ্ধার লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট আসেনি। ফলে, ততক্ষণ দেহ হাসপাতালেই ছিল। কাল্টু বলেন, ‘‘হাসপাতাল থেকে জানানো হয়, ওঁর নমুনা পরীক্ষা করা হবে। আমরা আপত্তি করিনি।’’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)