Coronavirus

হাসপাতাল থেকে ছাড় করোনা আক্রান্তের

সম্প্রতি ফের নমুনা পরীক্ষায় পাঠানো হলে ফের রিপোর্ট নেগেটিভ আসে বৃদ্ধার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাঁশকুড়া শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০৫:২০
Share:

প্রতীকী ছবি

জেলার করোনা হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এক করোনা আক্রান্ত বৃদ্ধা।

Advertisement

পাঁশকুড়ার মেচগ্রামের বড়মা মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তরিত করেছে স্বাস্থ্য দফতর। সেখানে কেবলমাত্র করোনা আক্রান্তদেরই চিকিৎসা চলছে। বড়মা হাসপাতালে ছিলেন তমলুকের করোনা আক্রান্ত বৃদ্ধ পান ব্যবসায়ীর সূত্রে আক্রান্ত বছর ষাটের ওই বৃদ্ধা। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসার পরে বৃদ্ধা-সহ পাঁচ জন আক্রান্তের লালারসের নমুনা ফের পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাতে সকলের রিপোর্ট নেগেটিভ আসে।

সম্প্রতি ফের নমুনা পরীক্ষায় পাঠানো হলে ফের রিপোর্ট নেগেটিভ আসে বৃদ্ধার। এর পরেই বৃদ্ধাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনই বৃদ্ধা বাড়ি ফিরছেন না। তাঁকে মেচেদায় একটি সরকারি গেস্ট হাউসে কোয়রান্টিনে রাখা হবে। বড়মা হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ভাস্কর রায় বলেন, ‘‘বৃদ্ধার পরীক্ষা রিপোর্ট দুবারই নেগেটিভ এসেছে। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’’ শহিদ মাতঙ্গিনী ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবোপম হাজরা বলেন, ‘‘পান ব্যবসায়ীর পরিবারের কয়েকজন সদস্য বড়মা হাসপাতালে ছিলেন। এক জনকে এদিন ছেড়ে দেওয়া হয়েছে।’’

Advertisement

অন্যদিকে, শহিদ মাতঙ্গিনী ব্লকের ‘সিল’ করা দুটি গ্রামে শনিবার থেকে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। শুক্রবারই ওই গ্রাম পরিদর্শেন গিয়েছিলেন জেলাশাসক, মহকুমাশাসক, পুলিশ সুপার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রমুখ। এর পরেই এ দিন হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে নোনাকুড়ি বাজার থেকে রামতারকহাটগামী গ্রামীণ সড়কের দু’দিকেই ব্যারিকেড তৈরি করা হয়। ব্লকের অন্যতম জনবহুল নোনাকুড়ি বাজার এলাকায় লোকজনের জমায়েত এড়াতে কেবলমাত্র আনাজ, মাছ, মাংস, ফল, গ্যাস ও ওষুধের দোকানগুলি সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা রাখার কথা জানানো হয়েছে। বিকেলে ওষুধের দোকান ছাড়া বাজার সম্পূর্ণ বন্ধ থাকবে। ব্লক প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের মাইক প্রচার করে সতর্ক করে দেওয়া হয়েছে।

তবে করোনা নিয়ে উদ্বেগের মধ্যেও ওই এলাকার জন্য রয়েছে কিছুটা সস্তির খবর। শহিদ মাতঙ্গিনী এলাকার করোনা আক্রান্ত বৃদ্ধের পরিজন-সহ ৯ জনের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছিল গত বৃহস্পতিবার। এঁদের মধ্যে ৫ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, ‘‘কয়েকজনের নুমনার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। বাকি রিপোর্ট আজ, রবিবার মিলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement