যন্ত্রটির উদ্বোধনে পুরপ্রধান দুর্গেশ মল্লদেব। নিজস্ব চিত্র।
শুক্রবার ঝাড়গ্রাম পুরসভায় চালু হল জঞ্জালের আয়তন কমানোর ভ্রাম্যমান কম্প্যাক্টর যন্ত্র। এ দিন দুপুরে পুরভবন প্রাঙ্গণে কম্প্যাক্টর যন্ত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরপ্রধান দুর্গেশ মল্লদেব। ছিলেন উপ পুরপ্রধান শিউলি সিংহ এবং অন্যান্য পুর-কাউন্সিলররা। দুর্গেশবাবু বলেন, “শহরের আবর্জনার আয়তন কমানোর ক্ষেত্রে এই যন্ত্রটি খুবই সহায়ক হবে।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, স্বচ্ছ ভারত মিশনের আওতায় কেন্দ্রের দেওয়া এই কম্প্যাক্টর যন্ত্রটি ঝাড়গ্রাম পুরসভার জন্য বরাদ্দ করেছে রাজ্য সরকার। পুরসভার জনস্বাস্থ্য বিভাগের আধিকারিক বংশীধর জানা বলেন, “ভ্রাম্যমান এই যন্ত্রের ধারণ ক্ষমতা আট মেট্রিক টন। ওই পরিমাণ আয়তনের আবর্জনাকে এই যন্ত্রটি তিন মেট্রিক টনে পরিণত করতে পারে। এর ফলে ডাম্পিং গ্রাউন্ডে জঞ্জালের পরিমাণ তুলনামূলক ভাবে অনেকটাই কমবে।”