Water Supply

এক দিন আগেই জল সরবরাহ স্বাভাবিক

দ্বিতীয় দিন, শনিবার শহরে জল সরবরাহ বন্ধ রাখতে হয়নি। এ দিন সকাল থেকেই পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে পেরেছেন পুর কর্তৃপক্ষ।

Advertisement

সৌমিত্র কুন্ডু

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ০৯:২৯
Share:

স্বাভাবিক হল জল সরবরাহ। প্রতিনিধিত্বমূলক ছবি।

ঘোষণা ছিল, পাইপলাইনের কাজের জন্য দু’দিন জল সরবরাহ বন্ধ থাকবে। কিন্তু শিলিগুড়ি শহরে এক দিনেই কাজ সেরে জল সরবরাহ স্বাভাবিক করে ফেলল পুরসভা। পুরসভা জানিয়েছে, জনস্বাস্থ্য কারিগরি দফতরের তৎপরতায় সেই কাজ এক দিনেই সেরে ফেলা সম্ভব হয়েছে। তাই দ্বিতীয় দিন, শনিবার শহরে জল সরবরাহ বন্ধ রাখতে হয়নি। এ দিন সকাল থেকেই পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে পেরেছেন পুর কর্তৃপক্ষ।

Advertisement

শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব এ দিন বলেন, ‘‘২২ এবং ২৩ নভেম্বর— দু’দিন পানীয় জল সরবরাহ বন্ধ রাখার কথা জানানো হয়েছিল নতুন ইনটেক ওয়েলের সংযোগের কাজ করার জন্য। জনস্বাস্থ্য কারিগরি দফতর ভাল কাজ করেছে। এক দিনেই সে কাজ করে দিয়েছে। তাই শনিবার সকাল থেকেই পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়েছে। বাসিন্দাদের কোনও সমস্যা হয়নি। তাঁদের ধন্যবাদ।’’

পুরসভা সূত্রেই জানা গিয়েছে, শুক্রবার দিনভর কাজ করে রাতের মধ্যেই কাজ সেরে ফেলে জনস্বাস্থ্য কারিগরি দফতর। অনেক রাতে পুরসভার সমাজমাধ্যমেও ‘পোস্ট’ করে জানানো হয়, শনিবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে।

Advertisement

পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, ‘‘দ্বিজল সরবরাহ স্বাভাবিক হওয়ায় বাসিন্দাদের দুর্ভোগ কমল। তবে মনে রাখতে হবে, শহরের বহু ওয়ার্ডের বিভিন্ন এলাকার এখনও সুষ্ঠু ভাবে জল সরবরাহ হয় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement