আক্রান্ত তৃণমূল কর্মীর বাড়ির সামনে পড়ে ভাঙা চেয়ার— নিজস্ব চিত্র।
সবংয়ের প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি প্রভাত মাইতির বাড়িতে সোমবার সন্ধ্যায় এসেছিলেন প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগ, তিনি চলে যাওয়ার পরে ওই এলাকার কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগের তির স্থানীয় কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সবংয়ের তেমাথানিতে শুভেন্দু এসেছিলেন পাইলট কার ছাড়াই। দেহাটি থেকে তাঁর অনুগামীরা মোটর বাইকে করে রাস্তা দেখিয়ে আনতে গিয়েছিলেন। যাঁরা গিয়েছিলেন তাদের মধ্যে কয়েক জনের বাড়িতে গভীর রাতে হামলা হয়েছে বলে অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা শুভেন্দু অনুগামী তৃণমূল নেতা অমূল্য মাইতির।
স্থানীয় সূত্রের খবর, দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের কলন্দা গ্রামের তৃণমূল কর্মী যুগল মালাকার, অশ্বিনী ঘোড়ই-সহ কয়েকজনের বাড়িতে ভাঙচুর চালানো হয়। অমূল্য মঙ্গলবার বলেন, ‘‘যাঁদের বাড়ি ভাঙচুর হয়েছে, তাঁরা পুরনো তৃণমূল কর্মী। বোমাবাজির পাশাপাশি হামলাকারীরা কয়েকজনকে মারধরও করেছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’’
আরও পড়ুন: ভয়ঙ্কর পরিস্থিতিতে কেটেছে, করোনা নিয়ে মুখ খুলছে উহান
অন্যদিকে, তৃণমূলের ব্লক সভাপতি অমল পণ্ডা বলেন, ‘‘ওই গ্রামের ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। পাড়ার কিছু বিষয় নিয়ে সমস্যা। যাদের কোনও কাজ থাকে না, তারাই গন্ডগোল করে।’’ তৃণমূলের রাজ্যসভা সাংসদ তথা সবংয়ের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়ার অনুগামী হিসেবে অমল পরিচিত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গন্ডগোলের খবর পাওয়ার পরে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’, প্রথম দিনই জমা পড়ল লক্ষাধিক আবেদনপত্র