বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।
ময়নার বাকচায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছিল কয়েক দিন ধরেই। শনিবার বাকচার এজমালিচক ফুটবল ময়দানে সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। আর ওই সভা শেষের পর থেকেই তৃণমূল ও বিজেপির সংঘর্ষে ফের অশান্ত হয়েছে বাকচা।
শনিবার শুভেন্দুর সভা থেকে ফেরার পথে বাকচার নিমতলা বাজারের কাছে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মারধরের জেরে বিজেপি সমর্থক গয়ারাম বর্মন ও নারায়ণ বর্মন আহত হন। ঘটনার পরে রাতে বাকচার ঘোলাপাতায় পাল্টা তৃণমূল সমর্থকদের ৫টি বাড়ি ও একটি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। তবে রাতেই পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার বাকচার এজমালিচক ফুটবল ময়দানে বিজেপির সভায় এসেছিলেন শুভেন্দু অধিকারী। সন্ধ্যা ৬ টা নাগাদ সভা শেষের পরে বাকচার বিভিন্ন গ্রাম থেকে আসা বিজেপি কর্মী-সমর্থকরা বাড়ি ফিরছিলেন। বিজেপির অভিযোগ, বাড়িতে ফেরার পথে কয়েক জন সমর্থক বাকচা গ্রামের নিমতলা বাজারে দোকানে বসে চা খাচ্ছিলেন। সেসময় তৃণমূলের কর্মীরা তাঁদের উপর চড়াও হয়। লাঠিসোটা দিয়ে মারধর করে। মারধরে গয়ারাম বর্মন ও নারায়ণ বর্মন নামে দুই বিজেপি সমর্থক আহত হন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় খবর পেয়ে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আহত দুই বিজেপি সমর্থককে উদ্ধার করে ময়না গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গয়ারামকে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে দুই বিজেপি সমর্থককে মারধরের ঘটনা জানাজানির পর শনিবারই রাত ৯ টা নাগাদ বাকচার ঘোলাপাতা এলাকায় বিজেপির সমর্থকরা তৃণমূল সমর্থকদের বাড়ি এবং দোকানে ভাঙচুর চালায় বলে তৃণমূলের অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরা বিজেপি সমর্থকদের মারধরের ঘটনার পরে রাতে তৃণমূল সমর্থকদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাতে গোলমালের সময় বোমাবাজিও হয়। পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশিস মণ্ডলের অভিযোগ, ‘‘বাকচায় শুভেন্দু অধিকারীর সভায় বিপুল জনসমাগম দেখে শাসক দল তৃণমূল এলাকার মানুষকে ভয় দেখাতে সভা থেকে ফেরার সময়ে
আমাদের সমর্থকদের উপর আক্রমণ চালিয়েছে। এতে আমাদের দু’জন কর্মী আহত হয়েছেন। তৃণমূলের দুষ্কৃতীরা ব্যপক বোমাবাজি করে।’’ অভিযোগ অস্বীকার করে ময়নার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সংগ্রাম দোলই বলেন, ‘‘শান্ত বাকচাকে অশান্ত করতেই সভা করে বিজেপি নেতারা উস্কানিমূলক বক্তৃতা করেছেন। বিজেপির সভার পরে শনিবার রাতে ঘোলাপাতা এলাকায় বিজেপি সমর্থকরা আমাদের দলের সমর্থকদের পাঁচটি বাড়ি, একটি দোকানে ভাঙচুর করে। পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। বিজেপির দুই সমর্থককে মারধর ও বোমাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’’
ময়না থানার পুলিশ জানিয়েছে, গোলমালের ঘটনায় কোনও পক্ষই লিখিত অভিযোগ জানায়নি। তবে ঘটনার তদন্ত করা হচ্ছে।