বিজেপির সেই প্রতিবাদ মিছিল। — ফাইল চিত্র।
এগরাকাণ্ডের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে মিছিলের আয়োজন করেছিল বিজেপি। সেই মিছিলে তৃণমূলকর্মীদের নিশানা করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছিল ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির দেহরক্ষীদের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দাবি, সেই মিছিলে বোমাগুলি নিয়ে হামলা হওয়াতেই পাল্টা গুলি চালিয়েছিলেন তাঁরা। এফআইআরে এমনটাই জানিয়েছেন দেহরক্ষীরা। এ কথা জানিয়েছেন কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সোমনাথ সাহা।
এগরার খাদিকুল গ্রামে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার ভগবানপুরের পাউশি এবং বরোজ এলাকায় প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বিজেপি। ভগবানপুরের বিজেপি বিধায়কের নেতৃত্বে হয় মিছিল। কিন্তু সেই মিছিলকে লক্ষ্য করে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধেও পাল্টা গুলি চালনার অভিযোগ ওঠে। আরও অভিযোগ, ওই দিন গুলিতে জখম হন ঝন্টু দাস নামে এক তৃণমূল কর্মী। এই ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তরফে ভূপতিনগর থানায় এফআইআর দায়ের হয়। তাতে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ১১ রাউন্ড গুলি চালিয়েছিলেন। তবে কোন পরিস্থিতিতে তাঁরা গুলি চালিয়েছেন, তারও ব্যাখ্যাও দেওয়া হয়েছে এফআইআরে। কেন্দ্রীয়বাহিনীর দাবি, বিধায়ককে লক্ষ্য করে বোমা এবং গুলি ছুড়েছিল দুষ্কৃতীরা। এর জেরে বিধায়কের প্রাণ সংশয় হতে পারত।
এ নিয়ে কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সোমনাথ সাহা বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীর তরফে এফআইআর দায়ের হয়েছে। বিধায়কের দেহরক্ষীরা সব মিলিয়ে ১১ রাউন্ড গুলি চালিয়েছিল বলে উল্লেখ করেছে। এফআইআরে দাবি করা হয়েছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বোমা এবং গুলি চালানোর ফলেই পাল্টা গুলি চালান বিধায়কের দেহরক্ষীরাও। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’
এ নিয়ে বিজেপি বিধায়কের দাবি, ‘‘কেন্দ্রীয় বাহিনী তাঁদের কাজ করেছে। তবে বাহিনী কোনও গুলি চালিয়েছিল কি না আমার জানা নেই। এই বিষয়ে সমস্ত তথ্য জানিয়ে থানায় এফআইআর দায়ের করেছেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। সে দিন মিছিলের ওপর মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয়েছে। পুলিশের সামনেই মিছিল লক্ষ্য করে গুলি ছুড়েছে। কিন্তু সেই দুষ্কৃতীদের কাউকেই পুলিশ ধরতে পারেনি।’’
তৃণমূলের যুব নেতা সুপ্রকাশ গিরির পাল্টা দাবি, ‘‘ওই দিন যে সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালিয়েছিলেন সেই সময় বিধায়ক ওই জায়গায় ছিলেন না। তা ছাড়া আমরা একাধিক ভিডিয়োয় দেখেছি, বিজেপি শিবির থেকে পাথর ছোড়া হচ্ছিল। উল্টো দিক থেকেও কয়েক জন পাথর ছুড়েছিল। কিন্তু তাঁদের থামাতে গিয়ে দুমদাম গুলি চালানো হল। তাও পা লক্ষ্য করে নয়, বুক লক্ষ্য করে। এর থেকে স্পষ্ট, সে দিন বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী গুলি ছুড়েছিল।’’