আদালতে তোলা হচ্ছে শুভজিৎ মহেশকে। —নিজস্ব চিত্র।
গত বছর মে মাসে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের চার্জশিট থেকে নাম বাদ যাওয়া তিন জনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের মধ্যে শিবানী মহেশ এবং অলকা মহেশ নামে দুই মহিলাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। শুভজিৎ মহেশ নামে অন্য ধৃতকে তিন দিনের হেফাজতে নিয়েছে সিবিআই।
গত বছর ৪ মে সবং থানার ১৩ নম্বর অঞ্চলের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বিজেপি-র শক্তি প্রমুখ বিশ্বজিৎ মহেশ (৪৮)-এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ বিমান মহেশ নামে মৃতের এক আত্মীয়কে গ্রেফতার করে। পরে আদালতে জামিন পান বিমান। ঘটনায় চার্জশিট জমা দেয় সবং থানার পুলিশ। তাতে বিমান ছাড়াও বিদ্যুৎ মহেশ নামে আর এক জনের নাম রয়েছে। তবে বিদ্যুৎ পলাতক। চার্জশিট থেকে শুভজিৎ, শিবানী এবং অলকার নাম বাদ গিয়েছিল। সিবিআই তদন্তে নেমে ওই তিন জনকেই গ্রেফতার করেছে।
বিজেপি-র ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতির কথায়, ‘‘বিজেপি করার অপরাধে খুন করা হয়েছিল বিশ্বজিৎ মহেশকে। পুলিশ সুকৌশলে নাম বাদ দিয়েছে প্রকৃত অপরাধীদের।’’ আবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অজিত মাইতির বক্তব্য, ‘‘ওই ঘটনা পরিবারিক। এটা বিজেপি-র অন্তর্দ্বন্দ্বের ফল। পারিবারিক ঘটনাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি।’’