বাবাকে না জানিয়ে তাঁর ব্যবসার জন্য জমানো টাকা নিয়ে মোবাইল কিনেছিল ছেলে। অভিযোগ, সে জন্য বাবা ছেলেকে বকাবকি করেন। তারপরেই সোমবার সকালে বাড়ি থেকে অঞ্জন জানা (১৩) নামে ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হল। সোমবার সকালে পাঁশকুড়া থানার কেশাপাট গ্রামের ঘটনা। স্থানীয় হাতিশাল রাধামোহন্ত বিদ্যাভবন স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত অঞ্জন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেশাপাট বাজারে অঞ্জনের বাবা ছবিলাল জানার দশকর্মা সামগ্রীর দোকান রয়েছে। সরস্বতী পুজোর সময় প্রতিমা কিনে বিক্রির জন্য ছবিলালবাবু ১৫ হাজার টাকা বাড়িতে জমিয়ে রেখেছিলেন। অভিযোগ, সরস্বতী পুজোর দিনকয়েক আগে বাড়িতে রাখা সেই টাকা খুঁজে পাননি ছবিলালবাবু। ছবিলালবাবু স্ত্রী, ছেলের কাছে খোঁজ করলেও সেই টাকার হদিস মেলেনি। সরস্বতী পুজোর পরদিন বৃহস্পতিবার ছেলের কাছে দামি মোবাইল ফোন দেখে পেয়ে সন্দেহ হয় ছবিলালবাবুর। তিনি ছেলেকে জিজ্ঞাসা করেন, মোবাইল কেনার টাকা সে কোথায় পেয়েছে। পুরো বিষয় জেনে ছেলেকে বকাবকি করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে স্কুলে যাওয়ার আগে পুকুরে স্নান করে এসে বাড়িতে ঢোকে অঞ্জন। কিন্তু স্কুলে যাওয়ার সময় পেরিয়ে গেলেও অঞ্জন ঘর থেকে না বেরনোয় সন্দেহ হয় ছবিলালবাবুর। খোঁজ নিতে গিয়ে তিনি দেখেন, ঘরে কড়িকাঠে গামছার ফাঁস লাগানো অবস্থায় ছেলের দেহ ঝুলছে। তাকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সকলের অজান্তে টাকা নিয়ে মোবাইল কেনার পর বকাবকির জেরেই ওই কিশোর আত্মহত্যা করে থাকতে পারে।