রাস্তায় পড়ে বোমা। —নিজস্ব চিত্র
বোমাবাজির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির তালপাটি উপকূল থানার মুরলীচক গ্ৰামে। ওই কাণ্ড ঘিরে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার সকালেও ওই এলাকায় পাওয়া যায় একটি তাজা বোমা।
রবিবার সকালে মুরলীচক গ্ৰামের রাস্তায় ওই তাজা বোমাটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। মুরলীধর গ্রামের বাসিন্দাদের একটি অংশের অভিযোগ, শনিবার রাতভর বোমাবাজি চলে ওই গ্রামে। ওই গ্রামেরই বাসিন্দা এক মহিলা বলেন, ‘‘শনিবার রাত ৮টা থেকে বোমাবাজি শুরু হয়েছিল। রাত দু’টো পর্যন্ত চলেছে। আতঙ্কে সারারাত ঘরে থাকতে পারিনি। পুরুষরাও বাড়িতে থাকে না।’’
মুরলীধর গ্রামের ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। বিজেপি-র কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপকুমার চক্রবর্তীর অভিযোগ, ‘‘কয়েক দিন ধরেই ওই এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা সন্ত্রাস চালাচ্ছে। শনিবার রাতেও তারা ওই এলাকায় বোমাবাজি করে।’’ অন্য দিকে, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অডিনেটর মামুদ হোসেনের পাল্টা অভিযোগ, ‘‘এক সময় খেজুরিতে সিপিএমের দাপট দেখেছেন এলাকার মানুষ। পরবর্তী কালে তারাই বিজেপিতে যোগ দিয়ে প্রতিনিয়ত হামলা সন্ত্রাস চালাচ্ছে এলাকা জুড়ে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।’’