Political Clash

ময়নায় বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ, পুনর্নির্বাচন ঘিরে উত্তেজনা এলাকায়

তৃণমূলের অভিযোগ, সোমবার দুপুরে ভোট চলাকালীন বোমাবাজি শুরু করে বিজেপি। বিজেপি নেতৃত্ব অবশ্য তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ময়না শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৫:৪৮
Share:

বাকচার রাস্তায় উদ্ধার বোমার খোলা। — নিজস্ব চিত্র।

পুনর্নির্বাচন ঘিরে অশান্ত পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা এলাকা। সোমবার ভোট চলাকালীন বাকচার ২২৮ নম্বর বুথ বটতলা এলাকায় রাস্তায় বোমাবাজি করে বুথ দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের তোলা ওই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে ঘটেছে এই ঘটনা।

Advertisement

তৃণমূলের অভিযোগ, সোমবার দুপুরে ভোট চলাকালীন বোমাবাজি শুরু করে বিজেপি। সুষমা পঞ্চম বর্মণ নামে এক তৃণমূল কর্মীর অভিযোগ, ‘‘আজ সকালে তৃণমূল প্রার্থীকে বুথে যেতে বাধা দেওয়া হয়েছে। তাঁর সই ছাড়াই ভোট শুরু হয়ে যায়। এখন রাস্তার মোড়ে বিজেপি দাপিয়ে বেড়াচ্ছে। ওরা বোমা ছুড়ছে। আমরা ভয়ে কেউ বুথমুখো হতে পারছি না।’’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পারুল মণ্ডল নামে আর এক তৃণমূল সমর্থকের দাবি, ‘‘আজ দফায় দফায় বোমা ছুড়ে ওরা আমাদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিচ্ছে। ভয়ে আমরা বাড়ি ছেড়ে বেরোতে পারছি না। গত শনিবার ভোট দিতে গিয়ে মার খেয়েছি। এ বার তাই পুলিশকে আর ভরসা করতে পারছি না।’’

বিজেপি নেতৃত্ব অবশ্য তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপনকুমার বন্দোপাধ্যায়ের দাবি, ‘‘জেলা জুড়ে ভোটে কী ভাবে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে তা সকলে দেখছেন। সেখানে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ভিত্তিহীন।’’ সোমবার পূর্ব মেদিনীপুরের ৩১টি বুথে পুনর্নির্বাচন। এর মধ্যে সব থেকে বেশি সংখ্যক বুথ রয়েছে ময়নাতেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement