প্রতীকী ছবি।
সদস্য সংখ্যা বাড়াতে জোর দেওয়া হয়েছে আগেই। এবার আগামী বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে দলের সাংগঠনিক পদাধিকারী নির্বাচনের প্রক্রিয়া শুরু করল বিজেপি। গত ১১ সেপ্টেম্বর থেকে দলের বুথ সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ, রবিবার বিজেপি’র তমলুক জেলায় বুথ সভাপতি নির্বাচন প্রক্রিয়া হওয়ার কথা।
তমলুক সাংগঠনিক জেলায় দু’হাজার ৪৩৮টি এবং কাঁথি জেলায় এক হাজার ৯১০টি বুথ রয়েছে। বুথ সভাপতি নির্বাচনে দলের সব প্রাথমিক সদস্যরা অংশ নেবেন। দলের পুরনো সদস্যদের পাশাপাশি নতুন করে সদস্যদেরাও এই নির্বাচনে অংশ নেবেন। এ জন্য বুথ ভিত্তিক সদস্যদের নিয়ে ভোটার তালিকা তৈরি করা হয়েছে।
দলীয় সূত্রে খবর, বুথ সভাপতি নির্বাচনে গোষ্ঠী কোন্দল ঠেকাতে ভোটাভুটি এড়িয়ে সহমতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রতিটি ‘শক্তিকেন্দ্রে’ (পঞ্চায়েত সমিতির আসন ভিত্তিক এলাকা) পিছু একজন করে ‘ইলেকশন ইনচার্জ’ রাখা হয়েছে।
ব্লক নেতাদের নিয়োগ করা হয়েছে ইলেকশান ইনচার্জ হিসাবে। এছাড়া, মণ্ডল এলাকা ভিত্তিক একজন করে ইলেকশন ইনচার্জ থাকছেন। জেলার নেতৃত্বদের এই দ্বায়িত্ব দেওয়া হয়েছে। বুথস্তরে সভাপতি নির্বাচনে গোলমাল বা সমস্যা হলে ইলেকশন ইনচার্জ হস্তক্ষেপ করবেন।
বিজেপি’র জেলা নেতৃত্বের দাবি, তমলুক জেলায় প্রায় সাড়ে চার লক্ষ বিজেপি সদস্য হয়েছেন। এঁদের মধ্যে একটা বড় অংশ অন্য দল থেকে এসেছেন। তাই বুথ সভাপতি নির্বাচনকে কেন্দ্রে করে আদি ও নবাগত সদস্যদের মধ্যে যাতে সংঘাত না ঘটে, সেদিকে সবচেয়ে বেশি নজর দিয়েছেন জেলা নেতৃত্ব। বিজেপি’র তমলুক জেলা সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য দলের ইলেকশন ইনচার্জরা নজর রাখবেন।’’